সুখে – দু:খে জীবন !
বিচরণ করছে যার-তার ভাবে
সকাল দুপুর রাতের বেলা কে
কোথায় যাতায়াত করে সবার
প্রয়োজন মতো ছুটছে ই সবে।
অনেকে যা সুখ সাচ্ছন্দ্য ভরে
হাসি খুশী আরো ফুর্তির ফলে
অগোচরেই আনন্দ অশ্রু পড়ে
উৎফুল্ল উল্লাসের সীমা না ধরে!
কাহারো জীবনে কত কষ্ট বয়
তারা তো কখনো শান্তিতে নয়
অবর্ননীয় দুর্ভোগ কপালে সয়
নিপিড়ন জ্বালাতন ভাগ্যে রয়!
রাব্বুল আলামীন আল্লা পাক
নির্মল আর পবিত্রই তাঁর জাত
অধম পাপিষ্ঠ সব নিপাতযাক
অসংখ্য অগনিত করবে মাফ!