সুসময়ের বন্ধু
সুসময়ে বন্ধু বটে কত যে হয়
অসময়ে হায় আর কেউই নয়
স্বাস্থ্যের আরেক নাম মহাশয়।
জীবনে চলার পথ সহজ নয়
পদে পদেই মানুষের বাধা রয়
বিপত্তির সম্মুখীন যা হতে হয়!
এক রকম থাকে না সব সময়
জীবনের নিত্য সঙ্গী তো দুটো
আসে সুসময় এবং দুঃসময়।
অভাব হয় না সময় ভাল হলে
শুভাকাঙ্ক্ষী চতুর্দিকেই মিলে
সম্মান রয় অবস্থা ভালো বলে।
সুসময়ে থাকে লোক চারপাশে
ফায়দা নিতে অনেকেও আসে
দুর্ভোগ হলে বন্ধু হিসেবে মিশে!
বিপদে প্রকৃত বন্ধু হাত বাড়ায়
সুখ দুঃখে অংশীদার রয় ধরায়
সাহায্য সহায়তায় ঘাম ঝরায়!
ধরায় স্বার্থপরদের সংখ্যা বেশি
সুসময়ে পাশে রয় করে যা খুশি
বন্ধুত্ব বাড়ায় থাকে না সে দোষী!