সেরা ১০ টি ফ্রী ওয়ার্ডপ্রেস থিম যা আপনার ওয়েবসাইটকে দ্রুত লোড করবে :

একটি ওয়েবসাইটের কন্টেন্টকে সুন্দর করে ভিজিটের কাছে তুলে ধরার জন্য , ভাল থিমের জুড়ি নেই ।

একটা সুন্দর ওয়েবসাইটের পাশাপাশি ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি লোড হওয়াও জরুরি ।

ফ্রী ওয়ার্ডপ্রেস থিম গুলার মাঝখান থেকে আপনাদের জন্য , সেরা ১০টি থিমকে বাছাই করছি ।

যা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে দ্রুত লোড করতে সাহায্য করতে এবং কন্টেন্ট পেজেন্টেশনও দেখার মত করবে।

সেরা 10 টি ফ্রী ওয়ার্ডপ্রেস থিম :

GeneratePress

Schema Lite

Astra

Customify

Hestia

Neve

Newspaperly

OceanWP

OnePress

Revenue

1 . Generate Press

ওয়ার্ডপ্রেসে থিম ডিরেক্টরিতে যত থিম আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় এবং লাইট ওয়েট থিম হল জেনেরেট প্রেস থিম ।

জেনেরেট প্রেস থিমের অথর হল – EDGE22 Studios LTD । জেনেরেট প্রেস থিম ফ্রী এবং প্রিমিয়াম দুইটা ভারশনে পাওয়া যায়।

প্রিমিয়াম সাবস্ক্রিবশন নিলে আপনি আগে থেকে করা ওয়েবসাইট ১ ক্লিকে ইম্পোরট করতে পারেবেন ।

এই ওয়ার্ডপ্রেস থিমটির তিনটি সেরা বৈশিষ্ট্য হল – speed, usability, & accessibility ।

আপনি নিশ্চিন্তে আপনার ব্লগ সাইট বা পেজ বিল্ডার দিয়ে এজেন্সি ওয়েবসাইট তৈরিতে ব্যাবহার করতে পারেন ।

Generate Pres Website Loading Speed

Download now

Theme Preview

  1. Schema Lite

Schema Lite ফ্রী এবং SEO friendly ওয়ার্ডপ্রেস থিম।

এই ওয়ার্ডপ্রেস থিমটি ব্লগিন এবং আমাজন আফিলিয়েট মার্কেটিংয়ের জন্য নিস সাইট বানানোর কাছে বহুল ব্যাবহার করা থিম ।

থিমটি লাইট স্পীড হওয়ার কারনে খুব দ্রুত ওয়েবসাইট লোড হয়।

Schema Lite থিমের অথর হচ্ছে MyThemeShop । ফ্রী এবং প্রিমিয়াম দুই ভার্সনের এই থিম পাওয়া যায়। তবে ফ্রীতেই কাজ হয়ে যায় ।

থিমটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য :

Light Speed

SEO Optimized

AdSense Optimized

Minimal and Clean Design

Off Canvas Mobile Menu

Unlimited Backgound Option

Related Post

Social Media

WP Mega Menu Compatible

WP Review Option

News Letter Subscription

  1. Astra

Astra ওয়ার্ডপ্রেস ফ্রী থিম গুলার মধ্যে থেকে সব থেকে বেশি ব্যাবহার করা থিম ।

এই থিম ক্লিন এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ । Astra থিম দিয়ে ব্লগ , এজেন্সি এবং লোকাল বিজনেস ওয়েবসাইট করা যায় ।

ফ্রী ওয়ার্ডপ্রেস থিম গুলার মধ্য আমি একটাকে ৩ নম্বরে রাখছি ।

থিমের অথর Brainstorm Force যার বিশাল একটা টিম থিমের প্রতিনিয়ত আপডেট এবং নতুন নতুন টেম্পলেট তৈরিতে কাজ করতেছে ।

থিমটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

For blog, personal portfolio, business website and WooCommerce storefront

Lightweight

Native AMP

Page builders friendly

SEO friendly

Regularly updated

Fully customizable

Download now

Theme Preview

  1. Neve

Neve মাল্টি পারপাস ফ্রী ওয়ার্ডপ্রেস থিম গুলার মধ্যে জনপ্রিয় একটি থিম ।

ব্লগ , এজেন্সি অথবা অনলাইন ষ্টোর এই থিম দিয়ে খুব সহজে তৈরি করা যায় । এই থিমের অথর themeisle ।

থিমটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

Fully AMP optimized

Minimalist design

The theme is highly extendable

SEO optimized code

Neve works perfectly with page builders

RTL & translation

Download now

Theme Preview

Post navigation

Previous Post

Next Post

Leave a Comment

You must be logged in to post a comment.

Categories

ওয়ার্ডপ্রেস টিপ্স

ওয়ার্ডপ্রেস থিম রিভিউজ

ওয়ার্ডপ্রেস প্লাগিন রিভিউজ

ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *