স্বপ্নের মোহে
গাম্ভীর্য মিশ্রিত একটি আওয়াজ
আমার নাম ধরে ই ডাকছে মনে
হলো দরজার বাইরে থেকে যেন
সে পরিচিত মনেই হয় নেওয়াজ।
কম্বল মুড়ি দিয়ে যেনো থাকব শুয়ে
মাথার উপর বালিশ দিয়ে একবার
ভাবলাম ডাকুক গে কে না কে হতে
পারে অন্য কেউ হলেও যাক গিয়ে।
ক’টা বাজে তখনো এলনা মাথায়
বিছানা থেকে উঠে দরজার লক
খুলে দিয়ে এবার যা দেখলাম তা
সহ্য হলো না যে উপস্থিত সেথায়।
হ্যা হুবহু আমি সামনেও দাঁড়িয়ে
ঠিক কতক্ষন দাড়িয়ে ছিলাম তা
জানিনা তবে আর কিছু মনে নেই
ফজরের আজানও যায় ছাড়িয়ে
লাইটটা জালানো বিছানায় আছি
চোখ খুলেই বালিশের নিচে থেকে
ফোনটা বের করে হাতেতে নিলাম
ডিসপ্লে অন করে তখন দেখে নিছি।