স্বপ্নে বিভোর
গভীর রাত হঠাৎ করেই ঘুম ভেঙ্গে গেল
চোখ বন্ধ রেখে মনে করার চেষ্টা করলাম
কোন দুঃস্বপ্ন দেখছি কিনা মনে পড়ছেনা
চোখ খোলা মাত্রই মনে প্রচন্ড ভয় হলো!
চোখ যেমন বন্ধ থাকলে সব অন্ধকার রয়
রুমের সব লাইটগুলো বন্ধ থাকায় এমনটা
হওয়া স্বাভাবিক তথাপি এই ব্যপারটিকেই
স্বাভাবিকভাবে মেনে নেওয়া সম্ভবতো নয়!
দেয়ালের স্টিকার দেখারতো চেষ্টা করলাম
যাহা দক্ষিন দেয়ালে লাগানোই রেডিয়ানের
স্টিকার কিছু চোখে পড়ছেনা যে দেয়ালের
দূরত্ব আরো আন্দাজ করতে নাহি পারলাম।
বালিসের নিচ থেকেও বের করলাম ফোন
এরপর হাতে নিলাম গা থেকে কম্বল সরিয়ে
নিঃশব্দে নেমে বিছানা থেকে পা টিপে টিপে
ড্রইং রুমে গেলে দেখতে পাইনি কোন জন!
হঠাত ড্রেসিং টেবিলের আয়নায় পড়ল চোখ
আর যা দেখলাম সেটা দেখেই আমার বয়সি
যে কারও পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব ছিলনা
স্বচ্ছ আয়নায় দেখি মোর মত একজনের মুখ!
উৎসুক দৃষ্টিতে ড্যাবডেব করে তাকিয়ে আছে
আমার দিকে এবার ব্যাপারটা বুঝতে পারলাম
আন্দাজ করলাম কি ঘটছে এসব এর আগেও
এমন টা ঘটেছে আমার সাথে যা মনে রয়েছে!