স্বপ্ন তিন প্রকার
স্বপ্ন ঘুমের ঘোরে দর্শিত চিন্তা-ভাবনার নাম
স্বপ্নও মানুষের কাঙ্খিত ভবিষ্যৎ আরবিতে
স্বপ্নকে রুইয়া ফার্সিতে খাব বলে দেয় দাম।
ধর্মীয় গবেষক ও দার্শনিকদের পার্থক্যই হয়
দার্শনিকদের মতে ই মানুষের চিন্তা ভাবনার
এক প্রতিচ্ছবি ঘুমের মাঝে ফুটে ওঠতে রয়!
আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন
যে তাদের বক্তব্য সব স্বপ্নই মানুষের ধারণা
নয় অনেক স্বপ্ন যা অর্থবোধক বলে ধরেন।
স্বপ্ন সালেহাহসহ যে রুইয়া তিন প্রকার মাত্র
রুইয়ায়ে শায়তানি প্ররোচনা শয়তান কর্তৃক
রুইয়ায়ে নফসানি মানুষের চিন্তার কল্পচিত্র।
তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায়
যদি কেউ অপছন্দনীয় ভয় বা খারাপ কোন
স্বপ্ন দেখে সে যেন কখনো করেনা হায় হায়!
রাসুলুল্লাহ(সাঃ) তাঁর হাদিসে তিনি বলেছেন
দর্শিত স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞদের বলোনা
নবি-রাসুলের স্বপ্ন অহি তাঁরা মেনে চলেছেন!
আবু হুরায়রা ( রা. )বলেন রাসুল ( স. )পাক
সাহাবিদের কেউ কোনো স্বপ্ন দেখলে ফজর
পরে ব্যাখ্যা দিতেন ও সব অন্তর হতো সাফ!