স্রষ্টার পথে চলো !
ধরণীর বুকে বিরাজমান মানব জাতি
একেক জন চলছে একেক ভাবেতেই
যেনো বুঝা মুশকিল তাদের মতি গতি।
কত আছে যাদের চিন্তা ফিকির ভাল
সত্য আরো ন্যায়নিষ্ঠ চলে পরিবারও
সমাজে জ্বালায় যা উন্নয়নের আলো।
ব্যক্তি পরিবার সমাজ দেশ ও বিদেশ
উন্নতির সর্বোচ্চ শিখরেই পৌঁছে যাবে
যদি থাকে সবার সৎ ও মহৎ উদ্দেশ।
প্রকাশিত “দশের লাঠি একের বোঝা”
ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে তায়
অনেক দুর্গম পথও হয় সরল সোজা।
সত্যবাদী ন্যায় নিষ্ঠা আরো মহৎ হলে
ইবাদত বন্দেগী করে স্রষ্টার পথে চলে
আল্লাহর সাহায্যেই সকল শান্তি মিলে !