হযরত মুহাম্মদ (সা.)
রীতিনীতি সম্পর্কেই রাসূল ( সা. ) উত্তর দেন
কি চমৎকার সুবহানাল্লাহ হজরত আলী(রা.)
জানতে চাইলে নবী করী (সা)এর কাছে তার
কী অসাধারণ আর চমৎকার চারিত্রিক মাধুর্য
হ্যাঁ মুহাম্মদ (সা.)-এর জীবনী নিছক সাধারণ
নয় আলোক বর্তিকা হিসেবে সবে মেনে নেন !
স্বাভাবিক মানুষের কোনো ব্যক্তি জীবনী নয়
বরং তাই হচ্ছে এমন এক ঐতিহাসিক শক্তির
জীবন বৃত্তান্ত যেন একজন মানুষের আকারে
আবির্ভূত হয়েছিলেন তো জন জীবন বিচ্ছিন্ন
এমন এক দরবেশের কাহিনী নয় যিনি শুধুই
লোকালয়ের প্রান্তে থাকলেও কল্যাণের হয় !
নিজের সংশোধন আত্মগঠনেও বসতেন তিনি
গভীর মনে নিয়োজিত থাকতেন বরং যা হচ্ছে
এমন ব্যক্তির জীবন কাহিনী যিনি ছিলেন এক
সামষ্টিক আন্দোলনে চালিকা শক্তির এটা শুধু
একজন মানুষের নয় বরং এ হচ্ছে নতুন মানুষ
গড়ার কারিগর সব প্রতিফলন করেছেন যিনি !
নির্মাতার কৃতিত্ব পূর্ণ অবদানের বিশদ বিবরণ
এই জীবন কাহিনীতেই রয়েছে এক নতুন বিশ্ব
প্রখ্যাত লেখক নঈম সিদ্দিকী রাসূলের বৈশিষ্ট্য
তুলে ধরেছেন রাসূল (সা.)এর জীবন সংক্রান্ত
প্রতিটি দিক অন্যান্য দিকের সাথে ই পুরোপুরি
উৎকর্ষ পূর্ণ আমরা সকলেই করবো অনুকরণ !