হরেক রকম
হরেক রকম মানুষ আছে জগৎ ভরা
অন্ধ কানা বধির বোবা সহজ সরল
ছোট বড় যুবক বৃদ্ধ গরীব ধনী চিটিং
বাটপার আর চুর ডাকাতে ভর্তি ধরা।
ঠগ ধোকাবাজ অসংখ্য প্রতারক যত
ভোর দুপুর সকাল সন্ধ্যা বিকাল রাতে
কাকে কথায় কিভাবে কখন যে তারা
পটাতে পারে সর্বক্ষণ চিন্তা করে কত।
অজস্র মানুষ অনাদর ও অবহেলায়
জীবন চলার পথে সীমাহীন দুর্ভোগে
দিন রজনী কাটে তাদের অন্ন বস্ত্র ও
বাসস্থান নেই আছে এসব জামেলায়।
শত ভালো মানুষ আরো আছে ধরায়
তাঁরা রাস্তা ঘাট খেলার মাঠ মসজিদ
মাদ্রাসা স্কুল কলেজ উন্নয়নের তরে
জীবন ও বিলিয়ে দিতেই ঘাম ঝরায়।