হায়রে নিয়তি !
হায়রে নিয়তির এমন খেলা
পৃথিবীতে আছে কত লোক
তাদের জীবনে যতো অভাব
অনটন সব সময় রয় খাবার
দাবার জুটেনি অনেক বেলা!
কার ভাগ্যে কি তা বুঝা দায়
সৃষ্টি কুলের সেরা জীব কিন্তু
পোশাক খাদ্য বাসস্থান এর
মধ্যে কিছুই না থাকায় তারা
প্রতিনিয়তই কতো কষ্ট পায়!
কত অভাব অনটন লেগে রয়
সকাল থেকে শুরু করে প্রতি
দিন দ্বারে দ্বারে ঘুরতেই থাকে
যদিচ সহানুভূতির ফলে যতো
মিলে সামান্য হলেও সুখী হয়।