হাস্যরস
হাস্যরস বোধ প্রায় উঠে গেছে বললেই চলে
কর্মব্যস্ত এই পৃথিবীতে ব্যস্ততার কারণে বই
পড়ার সময়টুকুই আজ মানুষের নাহি মিলে।
পরিশ্রান্ত হয়ে পড়ে সে খোঁজে দু-দণ্ড প্রশান্তি
এই রুটিন মাফিক জীবন অতিবাহিত করায়
সৎ সত্যনিষ্ঠ চলে খুব বেশী থাকেনা অশান্তি।
নির্ভেজাল হাস্যরসের বিকল্প আর কিছু নাই
মনের প্রফুল্লতা এক গাল হাসি মানুষকে কত
কষ্ট লাঘব করতে সাহায্য করার সুযোগ পাই।
ট্রেনে বাসে অফিসে ও কর্মক্ষেত্রে অবসর হলে
আমাদের একে অপরের সাথে সুখ দু:খ যন্ত্রণা
ভাগাভাগি করলে অশান্তি লাগবের পথ মিলে।