হিংস্রের ঐক্য
হিংস্র প্রাণীদের মধ্যে কতো
সহ মর্মিতা সহানুভূতিসুলভ
সুন্দর বুদ্ধিমত্তার আচরণও
দেখা মিলে ঐক্যবদ্ধ থেকে
ঘুরা ফেরা করে ইচ্ছে মতো।
কতো যে নিকৃষ্ট জীব তারা
যদি কখনো মোদের খাবার
দাবারেও স্পর্শ করে ফেলে
তবে সে খাদ্য দ্রব্য সকলের
তরে নাপাক হয়ে যায় সারা।
তারা যদিও হয় কুকুর দল
তাদের মালিকের কোনোও
বিপদ আসতে দেখলে তয়
ঘেউঘেউ শব্দে সতর্ক করে
চোখেতে জারী থাকে জল।
অনেকে কিন্তু পোষে থাকে
কতো আদর সোহাগ দিয়ে
এ সকল জীব জন্তু পালন
করে মালিকের বিপদ হলে
উদ্ধারে জীবন বাজি রাখে।