হুলস্থূল
সাত সকালে গন্ডগোল
চতুর্দিকে ছুটছে মানুষ
কোলাহল আর হুলস্থূল!
দৌড়াদৌড়ি করে যায়
কার আগে কে পৌঁছবে
দুর্ঘটনা যে দেখতে পায়!
চৌরাস্তার একটি মোড়
বিরতিহীন বাস গাড়িটি
দুর্ঘটনায় রয়েছে যে দূর!
দুমড়ে মুচড়ে যায় গাড়ি
কত হতাহত আছে পড়ি
লোকে তুলে তাড়াতাড়ি!
নিহত পড়ে রয়েছে যারা
উপস্থিত সকল ব্যস্ততায়
কেমনে বাড়ি নেয় তারা!
আহতের সংখ্যা ও যত
বাহনে তুলে ওদের লয়
চিকিৎসালয়ে নেয় দ্রুত।