হৃদয় ভঙ্গ

কারো হৃদয় ভঙ্গের কষ্টের মতো
অন্য বিষয়ে আর নেইতো এতো।

সর্বশেষ ঘটনাটিও ঘটেছিল ঠিক
অনেক দিন পূর্বে যা ছিল সঠিক।

আজীবন চলার প্রতিশ্রুতি ছিল
কয়েক দিন পরে ই ভেংগে গেল।

পরিসমাপ্তি হঠাৎ করে হয়ে যায়
এতে মনে যতোই দু:খ কষ্ট পায়।

হৃদয় ভঙ্গের মতো কষ্ট আর নাই
এ ছাড়া অন্য কিছুতে নাহি পাই।

উভয় একত্রে থাকার ছিলো কথা
বিচ্ছেদের পূর্বে চলতাম যথাতথা।

পরস্পর যত ঘনিষ্ঠ ছিলাম তখন
সবকিছু নি:শেষও হয়েছে এখন।

বিরহ কষ্টে আল্লাহর সাহায্য চাই
তাঁর কৃপায় সর্ব বিষয় মুক্তি পাই!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *