হে বীর
অধিক শক্তিশালী হে পূর্বের বীর
এখন তোমার সব ই হয়েছে ধীর!
কত দাপট আরো বাহাদুরি ছিলো
এগুলো ও তোমার কোথায় গেল?
ঔদ্ধত্য বীরত্বের ই কত ছিল ভাব
লোকজন তোমাকে ডাকত সাব।
সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে গেলে
সাংস্কৃতিক যত বা খেলাধুলা হলে
যেথায় উপস্তিত থাকতে মান ছিল
সবইতো যা ছিল এগুলো কে নিল?
বাহাদুরের বাহাদুরি স্থায়ী যেন নয়
ধনীর সম্পদ কতো ক্ষনস্থায়ী হয়।
গায়ের শক্তি সম্পত্তি আল্লার দান
তিনিই রাখেন মোদের মান সম্মান!
স্থায়ী নয় সম্পদ ক্ষমতা আর শক্তি
কখনো হতেই পারে এসব বিলুপ্তি!
যত কিছু বিরাজমান খোদার দান
তিনি বাড়িয়ে দেন ইজ্জত সম্মান!