১৪৩১ বঙ্গাব্দ

সম্প্রতি ১৪৩০ বঙ্গাব্দ শেষ হয় যায়
এতে কেউ ভোগ করে কত দু:খ কষ্ট
নিপিড়ন নির্যাতন আবার অনেকে ই
অসংখ্য অগনিত সুখ শান্তি আরাম
আয়েশ ভোগের অসীম সুযোগ পায়।

বর্তমানে চলছে ১৪৩১ বঙ্গাব্দ সাল
পুরাতনকে ভুলে নতুনকে সমাদরে
গ্রহণ করে নিয়ে ভাগ্য পরিবর্তনের
চেষ্টা তদবির তপস্যা সাধনায় রতো
থেকে বদলে নিতে হবে অবস্থা হাল।

নব বর্ষকে সাদর সম্ভাষণ জানাতে
বিভিন্ন আনন্দ উৎসব পালন করতে
আমোদ প্রমোদ ও উল্লাসের সহিত
সময় অতিক্রম করে জীবনকে পরে
পরিপাটি সুন্দরভাবে হবে সাজাতে।

নতুন স্বপ্ন নতুন সংকল্পে এগিয়ে চলি
নবীন লক্ষ্য বাস্তবায়নের জন্যে কাঁধে
কাঁধ মিলিয়ে আনন্দ উল্লাসে মুখরিত
হয়ে ও একাত্বতার ঘোষণা দিয়ে সব
যেন আমরা একত্রে যোগ দিয়ে মিলি।

সুখ সমৃদ্ধি যত নতুন বছরে হোক ভরা
স্নেহ মায়া মমতা ভাল বাসা মহব্বতের
সংমিশ্রণে সকলের জীবন সাথী হয়েই
ঘন আরো নিবিড়ভাবে আসুক আলো
দুঃখ ব্যথা বেদনা -কষ্ট শতো দূরে সরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *