২০২৪ সালে ফ্রিল্যান্সিং কাজ শেখার উপায় | How to learn freelancing work?
ফাইবার গিগ থেকে সহজে টাকা ইনকাম করার উপায় Per month $5000 | How to fiverr gig earn for beginners
Digital Bangla 360অক্টোবর ০৬, ২০২৩
যারা বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করছে কিংবা ইনকাম করতে চাচ্ছে তারা হয়তো অবশ্যই শুনেছে ফাইবার সম্পর্কে।
ফাইবার সাইট থেকে ইনকাম করার বিভিন্ন উপায় রয়েছে যেগুলো অবলম্বন করে আপনিও ইনকাম করতে পারবেন খুব সহজে।
বর্তমান সময়ে পুরো বিশ্বের ভিতর ফাইবার জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে তাদের কাজ দেখিয়ে।
পুরো বিশ্বের ভিতরে অনলাইন থেকে ইনকাম করার একটি অন্যতম সাইট হচ্ছে এই ফাইবার সাইট।
সাইটটি হয়তো নতুনদের জন্য বানানো হয়েছে। কারণ এখান থেকে সহজ কাজ করেও ইনকাম করা সম্ভব।
এখানে আবার ছোট বড় প্রায় সকল ধরনের কাজই পাওয়া যায় যেগুলো করে ইনকাম করাটা একেবারেই ইজি।
আর ফাইবার থেকে ইনকাম করার জন্য ফাইবার গিগ হচ্ছে একটি অন্যতম মাধ্যম।
আর এই আর্টিকেলের ভিতরে আমরা ডিজিটাল বাংলা ৩৬০ এর মাধ্যমে জানতে পারবো যে ফাইবার দিক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?
বা সেখান থেকে টাকা ইনকাম করার উপায় গুলো কি কি?
ফাইবারের গিগ করেও আপনি ঘরে বসে থেকেই ইনকাম করতে পারবেন।
তবে এখন আমরা জেনে নিব ফাইবারে গীগ করে কিভাবে ইনকাম করা যায়? চলুন আমরা সে বিষয়গুলো এখন জেনে নেব।
ফাইবার গিগ থেকে কিভাবে ইনকাম করা যায়?
ফাইবার থেকে ইনকাম করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফাইবার গিগ থেকে ইনকাম।
ফাইবার গিগ থেকে ইনকাম করাটা একেবারেই সহজ তাই যে কেউ চাইলে এখান থেকে ইনকাম করতে পারবে ঘরে বসে খুব সহজেই।
তবে আপনারা ঘরে বসে থেকে মোবাইলের মাধ্যমেও এই কাজটি করে ইনকাম করতে পারবেন প্রচুর পরিমাণে।
আবার যদি আপনি এই কাজে প্রফেশনাল হয়ে যান তাহলে তো আপনি এখান থেকে আপনার ক্যারিয়ার গঠন করতে পারবেন খুব সহজেই।
এখান থেকে ইনকাম করতে হলে আপনার সর্ব প্রথমে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার দক্ষতার আলোকে একটি গিগ তৈরি করতে হবে।
আর যখন কোন বায়ার মানি যারা কাজ দেয় তারা আপনার প্রোফাইলে দেখবে।
তখন আপনার কাজের দক্ষতা অনুযায়ী তারা আপনাকে কাজ প্রদান করে থাকবে।
এক্ষেত্রে আপনার দক্ষতা যত ভালো হবে আপনার ইনকাম ততই ভালো হবে এখান থেকে।
যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন আপনি তত বেশি ফাইবার গিগ থেকে ইনকাম করতে পারবেন।
পেমেন্ট সিস্টেম
ফাইবার একাউন্ট করার পর আপনি যখন সেখানে কাজ করে টাকা ইনকাম করবেন ।
তখন আপনি যার কাজ করেছেন তার একাউন্ট থেকে আপনার ফাইবার একাউন্টে টাকা চলে আসবে।
আর আপনার ফাইবার একাউন্টে টাকা আসার পর আপনি চাইলে ব্যাংকিং সিস্টেম কিংবা নগদ বা বিকাশ একাউন্ট এর মাধ্যমেও সেই টাকা উত্তোলন করতে পারবেন।
তবে অল্প কিছু টাকা কমিশন হিসেবে রাখবেন ফাইবার অ্যাকাউন্ট। তবে পুরোপুরি টাকা রাখবেন না।
ডিজিটাল বাংলা ৩৬০ – সময়ের সাথে এবং আগামীর পথে “বাংলা ভাষাভাষীদের অর্থ উপার্জন-ভিত্তিক ইউটিউব চ্যানেল ও গুগোল ওয়েবসাইট Global এর মধ্যে Digital Bangla 360 সর্বাধিক জনপ্রিয়।
DigitalBangla360 ইউটিউব চ্যানেলের ও গুগোল ওয়েবসাইট এর একমাত্র লক্ষ্য হল যাতে করে সবাই অনলাইন থেকে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারে ঘরে বসে।
সেজন্য সব সময় ভালো মানের ভিডিওগুলো আপলোড করে যাচ্ছে, এই চ্যানেলে ও ওয়েবসাইট এ আর্টিকেল এর মাধ্যমে ।
এখানে আরো যা পাবেন । বিভিন্ন ইনকাম অ্যাপস রিভিউ, আনবক্সিং, অনলাইন ইনকাম গাইডলাইন, চলমান বিষয় এবং বিভিন্ন টিপস-এন্ড-ট্রিকস ।
তাই আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করে আমাদের পাশে থাকুন । ধন্যবাদ সবাইকে ।