বঙ্গ ভূমি
অতিশয় প্রাচীন যেন বঙ্গ ভূমি।
রামায়ণ-মহাভারতের আখ্যানে
এর উল্লেখ আছে বাংলার জমি
অনেক বছরের পরিক্রমায় যা
একপর্যায়ে এই জনপদের নাম
হয়েছে যে বাংলাদেশ নামে তা।
অধিবাসী মোরা সকল বাঙালি
আধুনিক রাষ্ট্রচিন্তার যত স্ফুরণ
ইংরেজ আমলে ঘটে বাঙালির।
ঐ সময় রাজ নৈতিক দল হয়
তৈরি সীমিত আকারে চালু জন
প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া রয়।
শুরু হয় ইংরেজ বিরোধী লড়াই
সর্ব ভারতীয় জাতীয়তা বাদের
শুরুর সময় হয় যে চড়াই উৎরাই।