দুর্বিষহ
সময়ের উল্টো গতি,
ঠিক নেই মতিগতি।
বাজার মূল্যের চড়া,
মন ছানাবড়া।
তেলের তেলেছমাতি,
পিয়াজের উর্ধগতি,
মানবকূলের দূর্গতি।
জীবনের তাগিদ জিবীকার,
চতুর্দিকে হাহাকার ।
ভিষন্ন মন,
সময় ক্ষেপন!
কিংকর্তব্য বিমোড়ের মত,
চিন্তা – ফিকির অবিরত।
সময়ের উল্টো গতি,
ঠিক নেই মতিগতি।
বাজার মূল্যের চড়া,
মন ছানাবড়া।
তেলের তেলেছমাতি,
পিয়াজের উর্ধগতি,
মানবকূলের দূর্গতি।
জীবনের তাগিদ জিবীকার,
চতুর্দিকে হাহাকার ।
ভিষন্ন মন,
সময় ক্ষেপন!
কিংকর্তব্য বিমোড়ের মত,
চিন্তা – ফিকির অবিরত।
ছাত্র জীবনে ঘনিষ্ঠ বন্দু ছিল তারাচলা ফেরায় একত্রে থাকতো যারাবিদ্যালয়ে লেখা পড়ায় ছিল সেরা। যাবার বেলা বিদ্যালয়ে তারা দুজনআচমকাই অনাকাঙ্ক্ষিত ঘটেছিলবাস দুর্ঘটনা যেথা আহত হয় সুজন! শারীরিক অবস্থাও ছিল মারাত্মকতারা হাসপাতালে দ্রুত তাকে নেয়ডাক্তার চিকিৎসা করেন সর্বাত্মক! ভাগ্যের নির্মম পরিহাস জানা গেলওর ডান পায়ে প্রচন্ড আঘাত পেলডাক্তার পা কাটতে হবে বলে দিল! অবশেষে ডান পা…
শৈশব কৈশোর এবং যৌবন কাল , সব পেরিয়ে আসে যবে বৃদ্ধের হাল। বয়সের ছাপে নেই চেহারার উজ্জ্বল, থাকেনা তখন রুপের কোন ঝলমল। রোগে ব্যাধিতে শরীর করে টলমল, অঝর ধারায় কখনো অশ্রু ছলছল। সময় কিভাবে দ্রুত গড়িয়ে চলে? বিবর্তনে সবার কিন্তু বার্ধক্য মিলে। একদা ছিল কতই! দাপটে ব্যক্তি; এখন চলেনা তাঁর যেকোন যুক্তি। বছর কাল কত…
আচানক চলার গতিকখন কি করে কেহোবুঝতে পারেনি কতোযেনো তার কেরামতি। আচমকা নীরব থাকেযেনো বধির লোকেরভাব ধরে চলে ফাঁকেচিন্তামগ্ন দেখায় যাকে। কখনো যত রেগে যায়তখন মুখটি অগ্নিশর্মারুপ ধারণ করে চড়াইউৎরাইয়ের শঙ্কা পায়। স্রষ্টা কেমন যে চালায়খাবার দাবারের চিন্তাফিকির না করে সময়কাটায় হেলা ফেলায়। হাসি টাট্রা খুশী কতোযখন যাহা ইচ্ছে করেঘটনা দুর্ঘটনা বাজায়যথা তথায় ইচ্ছে মত।
সবারই কম-বেশি অভাব-অনটন আছেএর মাঝেই নিঃস্বার্থভাবে সমাজে আরোপ্রত্যেক জনগণ যতো অসহায় পরিবারতাদের পাশে দাঁড়ানোও দায়িত্ব রয়েছে। মানুষ অভাবীদের জন্যই দাঁড়ালে পাশেআল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে অভাব-অনটনথাকা সত্ত্বেও এর বিনিময়ে আল্লার পক্ষথেকে পুরস্কারের ঘোষণা রয়েছে শেষে। জান্নাতিদের উদ্দেশ্যে সৃষ্টিকর্তা বলেনতাঁদের প্রাপ্ত নিয়ামত ও গুণাবলী এতোতারা আহার্যের প্রতি যা আসক্তি সত্ত্বেওঅভাবীদেরকে খাবার দান করে চলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আহার্য…
জগতে মাতা পিতার সুখদায়ক সেবাজ্ঞানী ও পণ্ডিতদের পরিচর্যা বার্ধক্যপর্যন্ত নীতি পালন শ্রদ্ধাতে প্রতিষ্ঠিতহওয়া প্রজ্ঞা লাভ ও সুখ জনক আরপবিত্রতাতে সমৃদ্ধি অর্জন করে প্রভা। পরিশোধ করা যায় না তো বাবার ঋণসাগরের জল সেচে শেষ হওয়ার নয়ছোট্ট বেলা হতে যেমনভাবে রেখেছেনবড় হলে তোমার বেশ আদর যত্ন সেবাশুশ্রূষাতেও শোধ হবে না কোনো দিন। যে জিনিস সবচেয়ে বেশি খেলা…