দুর্বিষহ
সময়ের উল্টো গতি,
ঠিক নেই মতিগতি।
বাজার মূল্যের চড়া,
মন ছানাবড়া।
তেলের তেলেছমাতি,
পিয়াজের উর্ধগতি,
মানবকূলের দূর্গতি।
জীবনের তাগিদ জিবীকার,
চতুর্দিকে হাহাকার ।
ভিষন্ন মন,
সময় ক্ষেপন!
কিংকর্তব্য বিমোড়ের মত,
চিন্তা – ফিকির অবিরত।
সময়ের উল্টো গতি,
ঠিক নেই মতিগতি।
বাজার মূল্যের চড়া,
মন ছানাবড়া।
তেলের তেলেছমাতি,
পিয়াজের উর্ধগতি,
মানবকূলের দূর্গতি।
জীবনের তাগিদ জিবীকার,
চতুর্দিকে হাহাকার ।
ভিষন্ন মন,
সময় ক্ষেপন!
কিংকর্তব্য বিমোড়ের মত,
চিন্তা – ফিকির অবিরত।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা গুগল লেন্স কি (What Is Google Lens in Bangla), গুগল লেন্স ডাউনলোড করার নিয়ম, কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন এবং গুগল লেন্স এর লাভ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। What is Google lens in Bangla ? গুগল অনেক বড় একটি কোম্পানি যার প্রচুর আলাদা আলাদা রকমের products এবং services গুলো আমরা…
অ্যাজমা বা হাঁপানিঃ দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং সংবেদনশীলতায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যাকে বলে হাঁপানি বাঅ্যাজমা । অ্যাজমা বা শ্বাসকষ্ট এমন একটা রোগ যার নির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও চিহ্নিত করা হয়েছে প্রধানতঃ ২ টি কারণকে।১) ‘এটোপি’ বা বংশগত (Genetic) ও ‘এলার্জি’ পরিবেশগত উপাদান এবং২) শ্বাসনালীর অতি-সক্রিয়তা (Bronchial hyper-responsiveness)।পৃথিবীজুড়ে ৩০ কোটি লোক…
৭. সার্জি ব্রায়ান : ১১১ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সপ্তমধনী মানুষ সার্জি ব্রায়ান । তিনি গুগলের সহ-প্রতিষ্ঠাতা। ১৯৯৫ সালে স্টেন ফোর্ড বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন সময় বন্ধু ল্যারি পেজের সাথে মিলে প্রতিষ্ঠা করেন একটি ওয়েব সার্চ ইঞ্জিন। সেই সার্চ ইঞ্জিন আজকে এলফাবেট প্রজেক্টের আন্ডারে “গুগল” নামে পরিচিত । আরো রয়েছে এই প্রজেক্টে ইউটিউব , জিমেইল সহ…