জন্মগত অধিকার
মা-বাবার ভালবাসা জন্মগত অধিকার
তাঁদের মাঝে বিচ্ছেদের যদি ঘটনা ঘটে
শিশুর জন্য হয়ে ওঠে তা অনধিকার।
মা কিংবা বাবার যেন একক ভালবাসা
বিচ্ছেদের পর থাকে বেড়ে উঠতে তারা
বঞ্চিত উভয়ের থেকে জীবন হয় সর্বনাশা।
তৃতীয় পক্ষের দায়িত্বে বেড়ে শিশুটি উঠে
লাঞ্ছনার হয় শিকার স্বজনহীন এক নির্দয়
পরিবেশই শিশুটির জীবনে কতকিছু ঘটে।
শিশুরা বিচ্ছেদের ঘটনায়ই হয়ে অসহায়
শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হলে
সমাজ এবং রাষ্ট্র থাকেনা তাদের সহায়।
কাউন্সি-লিংয়ের মাধ্যমে কমিয়ে যেন আনা
বিবাহ বিচ্ছেদ যাতে শিশুরা তাদের জন্মগত
প্রাপ্য থেকে হবেনা বঞ্চিত তা সবার জানা।