সবুজের সমারোহ
সবুজের সমারোহে আমরা আছি,
ফুল ফোটে পাখি গায় নাচি নাচি।
গাছ বৃক্ষ তরুলতা সব কিছুতেই,
সবুজের ছড়াছড়ি মিশেও তাতেই।
বাঁচাতে সবুজ যত চাই সবুজ মন,
সবুজে সবুজে সবে সাজাই জীবন।
সবুজ মানে উজ্জীবিত কত যে প্রাণ,
প্রকৃতির অশেষ দান ইহাইতো প্রমাণ।
খাবার কাপড় ঔষধ সব কিছু পাই,
সান্ত্বনা প্রশান্তি ও মাথা গোঁজার ঠাঁই।
সবুজই স্পন্দন বেঁচে থাকার মূলমন্ত্র,
জন্মের পর থেকে তা সখ্য গড়ার যন্ত্র।
মানুষকে প্রকৃতির সন্তান বলা চলে,
অনায়াসে সকলে বেঁচে থাকতে বলে।
যুগ যুগ ধরে প্রকৃতি যে কত পরিপাটি,
সবুজ শ্যামলে চারপাশে ভরা ও মাটি।
মাঠে মাঠে দেশি ধান আর যত পাট,
রবিশস্যের বাহার ভরা সোনালি মাট।
গাছে গাছে ফুল-ফলই রসে টলমল,
খাল বিল পুকুর এবং নদী ভরা জল।
নদী গুলোতে আছে স্বচ্ছ পানির ধারা,
ছোট বড় নানা জাতের মাছেই যে ভরা।
শহর গ্রাম আর বন্দর সব স্থানে সবুজ,
দালান অট্টালিকা মসজিদের গম্বুজ।
প্রকৃতিতে সজীবতা বাতাস কত নির্মল,
চারপাশ তার প্রাণ প্রাচুর্যে ভরা কোমল।