আজব কৌশল
আল্লাহর নিপুন সৃষ্টি ও আজব কৌশল,
কখনো পারবে না কোন জ্ঞানী প্রকৌশল।
জগতের বিচিত্র প্রাণিকুল এবং মানুষ,
অজস্র অসংখ্য তারা যাদের আছে হুশ।
আল্লাহর অপূর্ব সৃষ্টির মানুষ সব সেরা,
সমস্ত জগতেই ছড়িয়ে আছেন যারা।
চতুষ্পদ জন্তু যতই সৃষ্টি করেছেন যিনি,
মোদের বাহনও ভক্ষণে দিয়েছেন তিনি।
বনি ইসরাঈলের জন্য শনিবার দিন ছিল,
পবিত্র উপাসনার জন্যই নির্ধারিত হলো।
মৎস্য শিকার তাদের ছিল ঐ দিন হারাম,
মাছ না ধরে সকলে তারা করবে আরাম।
সমুদ্রের জলাভূমিতে মাছের সমাগম হত,
হরেক রকমের ছোট বড় মাছ দেখা দিত।
ইসরাঈলরা মৎস্য শিকারের করল ফন্দি,
শনিবারে জলাভূমিতে মাছ রাখল বন্ধি।
আল্লাহ অবাধ্যদের কত যে শাস্তি দিলেন,
তাদের লাঞ্ছিত ও বানর বানিয়ে নিলেন।