অস্থায়ী
নশ্বর জগতে মোরা সবাই অস্থায়ী,
আল্লার স্বত্তা ছাড়া কেউ নয় স্থায়ী।
ইহ জগতে আমরা অস্থায়ী মেহমান,
সল্প সময়েই হতে হবে সফলকাম।
আল্লাহ ও রাসুলের পালনে বিধান,
প্রতিনিয়ত থাকতে হবে আগুওয়ান।
কায়মনে প্রার্থনায় রত থাকে যারা,
সব কিছুর কল্যাণ লাভ করে তারা।
ক্ষণস্থায়ী সময়কে গুরুত্ব দিতে হবে,
ফলশ্রুতিতে সবাই আল্লার দয়া পাবে।
কত পাপী তাপী অসীম গুনাহগারে,
ক্ষমা চায় যে খোদার পাক দরবারে।
সৃষ্টিকর্তা মেহেরবান অধিক দয়াময়,
তাঁর করুনায় নাফরমানের মুক্তি হয়।