হেপাটাইটিস বি
হেপাটাইটিস–বি ভাইরাস জনিত জন্ডিস (Hepatitis B Virus Jaundice)
সাধারণতঃ যৌন সঙ্গমের মাধ্যমে হেপাটাইটিস–বি ভাইরাস দ্বারা এ রোগটি হয় ।
প্রধানতঃ যকৃতের ওপর এর ক্ষতিকারক দিকটি সব চেয়ে বেশি। ফলে জন্ডিস দেখা দেয়। রোগের সুপ্তিকাল ৬ সপ্তাহ থেকে ৬ মাস। বেশির ভাগ রোগীই আপনা-আপনি ভাল হয়ে যায়।
তবে ৫-১৫% রোগী ভালো হয় না। এবং এদের শরীরে ভাইরাসটি থেকে যায় এবং রোগ ছড়াতে পারে। অনেক দিন রোগে ভোগার পর রোগীর লিভার সিরোসিস এবং ক্যান্সারের মত জটিলতা দেখা দিতে পারে।
সাধারণতঃ হেপাটাইটিস–বি ভাইরাস আক্রান্ত রোগীর রক্ত, মুখের লালা, যোনিরস এবং বীর্যে এই ভাইরাস থাকে । রোগের সুপ্তিকাল অর্থাৎ জন্ডিস দেখা দেবার ১ মাস পূর্ব থেকে রোগ থাকাকালীন সময়ে এ রোগটি ছড়ায়। রোগ ভালো হয়ে গেলেও ৫-১৫% রোগীর কাছ থেকে এ ভাইরাসটি দীঘ দিন যাবত ছড়াতে পারে ।
হেপাটাইটিস –বি কিভাবে ছড়ায় ?
রক্তের মাধ্যমে ;
সংক্রমিত সিরিঞ্জ এবং সূচের মাধ্যমে।
মায়ের শরীর থেকে নবজাতকের রক্তে বা শরীরে ;
যৌন মিলনের মাধ্যমে।
রোগের লক্ষণঃ
অন্যান্য ভাইরাল হেপাটাইটিসের লক্ষণের মত হেপাটাইটিস –বি ভাইরাসের লক্ষণ হয়ে থাকে। যেমন: জন্ডিস, দুর্বল লাগা, পেটে ব্যথা করা, খাবার হজম না হওয়া, রুচির অভাব ইত্যাদি।
এ সময় যকৃত বড় হয়ে যায়, ফুলে যায়, ব্যথা করে। প্রস্রাব হলুদ রং এর হয়। গায়ের চামড়া এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়।
প্রতিরোধঃ
হেপাটাসইটিস –বি টিকা দিয়ে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
রক্ত গ্রহণ করার পূর্বে পরীক্ষা করে দেখা প্রয়োজন হেপাটাইটিস –বি ভাইরাস আছে কিনা।
রক্ত পরীক্ষা না করে রক্ত দেয়া এবং নেওয়া উচিত নয় ।
অনেক রোগ আছে যেটা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে আসে। অনেক সময় রোগগুলি সহজেই যায় তবে কিছু ক্ষেত্রে রোগীর জীবনের উপর সঙ্কট তৈরি হয়। বর্ষাকালে যেমন অনেক রোগ মাথা তোলে এবং তার মধ্যে একটি রোগ হল হেপাটাই- টিস বি। এই রোগটি ভাইরাস বি-এর কারণে হয়।
যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। যকৃতে প্রদাহ সৃষ্টি করে এমন একটি
বিপজ্জনক ভাইরাস হল বি। এই ভাইরাসের সংক্রমণের কারণে যকৃতে যে রোগ হয় সেটা হেপাটাইটিস- বি হিসাবে পরিচিত । এই ভাইরাস- বি যকৃতকে অসুস্থ করে তোলে।
যদি এই ভাইরাসটি শরীরের মধ্যে উপস্থিত থাকে তবে যকৃত এবং এই ভাইরাসটির মধ্যে ক্রমাগত লড়াই চলতে থাকে। এই ভাইরাস- বি সর্বদাই যে বিপজ্জনক হবে এমন জরুরি নয় তবে কখনও কখনও এটি যকৃতের জন্য সংকটের বিষয় হয়ে দাঁড়ায়।
টিকাঃ
যদি আপনি ভাইরাস- বি-এর দ্বারা আক্রান্ত না হয়ে থাকেন তবে সব সময় আপনার সজ্জিত রোগের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য হেপাটাইটিস -বি টিকা করন জরুরী। আর যদি আক্রান্ত হয়ে থাকেন তবে বুঝবেন যকৃতের উপর সঙ্কট চলে এসে এবং টিকা নেওয়া অনর্থক।
নিষ্ক্রিয় ভাইরাসঃ
যকৃত রক্তে তৈরি বিষাক্ত পদার্থ এবং শরীর থেকে ভাইরাস -বি অপসারণ করে। এবং যদি এটি ঘটতে না পারে তবে ভাইরাস- বি যকৃতকে আক্রমণ করতে প্রস্তুত থাকে। সংক্রমণের পরে, ভাইরাস -বি থেকে উদ্ধার করা যকৃতের উপর সব সময় নজর রাখতে হবে। হেপাটাইটিস -বি পজিটিভ হওয়ার পরেও, দুটি অবস্থার গঠন হয়।
ভাইরাস -বি নিষ্ক্রিয় পর্যায়ে থাকতে পারে। এই অবস্থায়, ভাইরাস যকৃত নষ্ট করে না। ভাইরাস শরীর ছেড়ে চলেও যেতে পারে, আবার সক্রিয়ও হয়ে উঠতে পারে। তাই হেপাটাইটিস -বি ভাইরাস সুপ্ত অবস্থায় থাকলেও নিয়মিত এটার চিকিৎসকদের দ্বারা পরীক্ষা চালিয়ে যাওয়া উচিত।
সক্রিয় ভাইরাসঃ
দ্বিতীয় শর্তটি হল যে, ভাইরাসটি শরীরের সক্রিয় অবস্থানে রয়েছে, ইহা বিপজ্জনক এবং ইহার ঔষধের সাথে সঠিক চিকিৎসা করার প্রয়োজন। সক্রিয় হেপাটাইটিস ভাইরাসের পুরনো সংক্রমণ থাকলে তার পরে যকৃতে সিরোসিস এবং ক্যানসারের ঝুঁকি বাড়ে। শরীরের মধ্যে এই ভাইরাসটি থাকলেও বছরে এক বার পরীক্ষা করে নেওয়া দরকার যাতে ইহা জানা যায় যে, ভাইরাসটি কি স্থিতিতে আছে।
পরিসংখ্যানঃ
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সর্ব শেষ পরিসংখ্যান অনুসারে বিশ্ব ব্যাপী ২ বিলিয়ন মানুষ এই ভাইরাস দ্বারা প্রভাবিত হয়। প্রতি বছর ৬ লাখ মানুষ মারা যায় এই রোগে আক্রান্ত হয়ে।
ভারতে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি। হেপাটাইটিস বি এইচ আইভি রোগের থেকে ১০০ গুণে- রও বেশি সংক্রামক।
ভাইরাস বি সংক্রমণের লক্ষণঃ
হেপাটাইটিস বি সংক্রামিত হওয়ার পরে সাধারণতঃ কোন লক্ষণ দেখা দেয় না। হেপাটাইটিস- বি এর প্রাথমিক লক্ষণগুলি হল-
ক্ষুধার অভাব ;
ক্লান্তি অনুভব ;
হালকা জ্বর ;
পেশী এবং জোড়গুলোতে ব্যথা ;
বমি বমি ভাব এবং বমি করা ;
ত্বকের হলুদ হয়ে যাওয়া ;
প্রস্রাবের রং কালো হয়ে যাওয়া ;
যদি আপনার শরীর এই সংক্রমণের সঙ্গে যুদ্ধে সফল হয়ে যায় তাহলে এই লক্ষণ গুলিও অদৃশ্য হয়ে যাবে। যারা এই সংক্রমণ থেকে মুক্ত হয় না, তাদের সংক্রমণকে ক্রনিক বলা হয়।
এই ধরনের লোকের উপসর্গ গুলিতে সামনে আসে না এবং ইহা সম্ভব যে, তারা জানেও না তাদের শরীরে এই ভাইরাসটি যে উপস্থিত আছে। লম্বা সময়ের পরে তারা জানতে পারে এটা যখন তাদের যকৃত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সিরাসোসিসের অবস্থা ছুঁয়েছে।
সংক্রমণের কারণঃ
হেপাটাইটিস বি সংক্রমণের কারণগুলো এইচআইভির সাথে প্রায় একই ।
রক্তের সম্পর্কে আসা ;
অরক্ষিত যৌন সংগম ;
একটি অসুস্থ রোগীর রক্ত চড়ানও
সংক্রামিত সুই, ড্রাগস নেওয়ার অভ্যাস ;
দীর্ঘ মেয়াদী কিডনি ডায়ালিসিস ;
শরীরের উপর উল্কি বা আকুপাংচারের সূচ ;
মায়ের থেকে সংক্রামিত।
উদ্ধার ব্যবস্থাঃ
সম্পূর্ণ রূপে সংক্রমণ এড়াতে, প্রথমে স্ক্রীনিং অপরিহার্য । একটি সাধারণ রক্ত পরীক্ষা থেকেই ইহা জানতে পারেন যে এই সংক্রমণ থেকে মুক্ত কিনা তাহলে কোনও দেরী না করে টিকা নিন। আপনার পাশাপাশি পরিবারের প্রত্যেক সদস্যকেও টিকা নেওয়ান।
সংক্রমণ চিকিৎসা কি?
হেপাটাইটিস- বি সংক্রমিত পুরনো রোগী- দের চিকিৎসার ভাইরাল প্রতিরোধী ঔষধ দিয়ে হয়। এই ঔষধ রক্তে ভাইরাসের পরিমাণ হ্রাস করতে বা সেগুলি সরিয়ে দিতে পারে যার ফলে যকৃত সিরোসিস বা যকৃত ক্যানসারের ঝুঁকি হ্রাস করতে পারে।