সমুদ্রের শৈবাল
আমাজন ফরেস্ট অক্সিজেন করে উৎপাদন
ছয় শতাংশ বেশিরভাগ অক্সিজেন আসে নাl
গাছ থেকে পঞ্চাশ থেকে আশি শতাংশ সমুদ্র
শৈবাল থেকে মূলত অক্সিজেন হয় উদ্ভাবন।
যেহেতু পৃথিবীর প্রায় জলভূমি ৭১ শতাংশ
তাই সূর্য জমির চেয়ে পানিতে বেশি কিরণ
ছড়ায় সমুদ্রের উপরের ২০০ মিটার বা প্রায়
৬৫০ ফুটকে বলে এপিপিলেজিক অংশ ।
সূর্যের আলোকে শোষণ করে শীর্ষ অঞ্চল
সমুদ্রের ঐ অঞ্চলে থাকা শৈবাল এককোষী
উদ্ভিদকে সালোক সংশ্লেষণ মাধ্যমে সাহায্য
করে শুধু মাত্রই যার নির্ভরতা নয় বনাঞ্চল।
সমুদ্রের শেত্তলাগুলো প্রচুর পরিমাণে করে
অক্সিজেন উৎপাদন অনেক অংশ ও জুড়ে
অসংখ্য হিসেবে এই শৈবাল ছড়িয়ে থাকে যা
প্রাণীর খাদ্যের উৎসেরই কাজে আসে পরে।