পরিতাপ
কি আর বলব ভাই ভেবে নাহি পাই
নাতনী ছোটটি আমাদেরকে ছেড়ে
লন্ডনে গেছে সে আর দেশে নাই!
সে থাকতে দেশে আসতো পাশে
কখনো মোবাইল বা খেলনা নিয়ে
ঘুরা ঘুরি করতো মোদেরই কাছে।
ওরা দু’টি বোন তাইফা ও রাইফা
খেলা ধূলায় প্রায়ই ব্যস্ত থাকতো
সে যাওয়ায় একা খেলে তাইফা।
কত শোরগোল আর হাসি কান্না
খেলায় তারা করতো আওয়াজ
ছোট থালা বাসনে ও করত রান্না।
শত সোহাগের মোর নাতনী দু’টি
বিরহ বিচ্ছেদেই আছে তারা দূর
চলা ফেরায় সর্বক্ষণ ছিলো জুটি।
তারা দু’জনই সংগী ছাড়া একা
রাইফা চলে গেছে দূর দূরান্তরে
বোন ছাড়া সবই হয়েছে ফাঁকা।
তারা সুস্থ থাকতে কামনা করি
বিপদ আপদে সর্বদা ওদেরকে
ভালো রাখতেই খোদাকে স্মরি।