স্থায়ী নয়
রে বাহাদুর তোমার শক্তি স্থায়ী নয়
পূর্বে যারা সর্বোচ্চ স্থানে ছিল এখন
সময়ের বিবর্তনে তারা হয়েছে ক্ষয়।
একদা তারা খুবই শক্তিশালী ছিল
যথা তথা দাপটে চলত এগুলো ও
এখন নেই সব তাদের চলে গেল।
গুন্ডামী মাস্তানীর ভয়ে কত লোক
নিরাপদে থাকতে পারে নাই সর্বদা
সন্ত্রস্ত আরোও রয় হয়রানির দুঃখ!
অজস্র দৃষ্টান্ত রয়েছে জগৎ জুড়ে
দাপটমান শক্তিশালী কতই মানুষ
আছে যত তারা কাছে আরো দূরে।
সম্পদ ঐশ্বর্যে ও জীবন ছিল ভরা
সব কিছু আরো নিঃশেষ হয়ে গেছে
তারাও অবশেষে খেয়েছে যা ধরা!