বাড়ির পথে যাত্রা
কত দিন পরে যেন দেখা হল বন্ধুর সাথে
কুশল বিনিময় হলো মিলিয়ে হাতে হাতে।
ছাত্র জীবনে ছিলাম একে অন্যের সাথী
পড়া লেখায় বিদ্যালয়ে ছিল প্রচুর খ্যাতি।
শিক্ষক মহোদয়গণ কতযে স্নেহ করতেন
ব্ল্যাক বোর্ডে অনেক অংক যা লেখাতেন।
হোম ওয়ার্কে ইংরেজি ২য়/ অংক দিতেন
পরের দিন টিকই আদায়ও করে নিতেন।
স্কুল ছুটির পর মোরা একত্রে বের হতাম
বাড়ি যাওয়ার পথে সব রওয়ানা দিতাম।
সকল বাড়ি পৌঁছেই খাবার দাবারের পর
সহপাঠী আরেক বন্ধুর যা হয়েছিল জ্বর।
বিকেলেই উপস্থিত হতাম পাশের ঐ মাঠে
খেলতে গিয়ে ছোট খাটো যেত কিছু ঘটে।
বিশাল মাঠে হরেক রকম খেলাধুলা হতো
সেথায় সকল বেশ পরিশ্রান্ত হয়েও যেতো।
বিরতির পর আবার ও খেলতে শুরু করে
সন্ধ্যার পূর্বে সব বাড়িতে যাত্রার পথ ধরে।