নীরব ঘাতক

জোরালো উৎপন্ন বিভিন্ন উৎসের যত রয়
অপ্রয়োজনীয় শব্দ মাত্রা ছাড়িয়ে মানুষের
সহনশীলতা ও অশান্তি আরো বিরক্তিকর
ঘটনা শব্দ দূষণে ঘটিয়ে স্বাস্থ্যের অনেক
ক্ষতিসাধনের ফলে সকলে অতিরিক্ত সয় ।

বাংলাদেশে শব্দ দূষণের কারণেও ভোগে
ফলে অজানা অনেক মানুষের শ্রবণশক্তি
হ্রাস অজস্র অসংখ্য শিশুসহ মাদ্রাসা স্কুল
কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীদের লেখা আর
পড়ায় ব্যাঘাত সৃষ্টি হয়ে শ্বাস ফেলে শোকে।

শব্দ দূষণ নিয়ন্ত্রণেও স্বদেশের বিধিমালা
রয়েছে যেথা বলা আছে বিস্তারিত সেথা
কোন এলাকায় কোন সময়ে দিনের বেলা
শব্দের মাত্রা হবে কেমন আর তা এড়িয়ে
চললে আছে প্রচন্ড শাস্তিরও আইনমালা।

নীরব ঘাতকও শব্দ দূষণকে বলা হয় কত
বিভাগীয় শহরগুলোতে শব্দ দূষণে রয়েছে
বহু উৎস গাড়ির হর্ন নির্মাণ কাজ মাইকের
ব্যবহার শিল্প কারখানার শব্দ জন স্বাস্থ্যের
হুমকি ক্ষতির মাধ্যম এগুলোতে আছে যত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *