কেউ ভুলের উর্ধ্বে নয়
সব বিষয় নিয়েও চিন্তা করা উচিৎ
বিশেষ করে আমাদের ভুল গুলো
যা বার বার ঘটে যাওয়া অনুচিত।
ভুল হয় না কোন মানুষ নেই এমন
ইহাতো সর্বদা করা ঠিক নয় যেমন
অবহেলা সতর্কতার অভাব তেমন।
ইহা বার বার না করা উচিৎ মোদের
কারণ ইসলামে আছে মুমিন ব্যক্তি
দুই বার করে না একই ভুল তাদের।
মোরা ভুল করি কেমনভাবে তা নয়
কিভাবে এর সংশোধন করতে হয়
সে চিন্তা মোদের যেন সকলের রয়।
বিস্মৃতিও সকলকে সংজ্ঞায়ন করে
সমাধানের সকল সুযোগ নাও পরে
আরোও সতর্ক থাকো জীবন ভরে।
কাউকে পারবে না পাল্টাতে তেমন
যে যার আচরণে ভুল আছে এমন
যার নিজের গুলোই দেখেনা যেমন।
নিজের ত্রুটি থেকে শেখে বুদ্ধিমান
আসল তীক্ষ্ণ বুদ্ধিতে যত লাভমান
অন্যের ভ্রান্তিতে শিখে হয় যত্নবান।
আরো যেন মস্তিষ্কের বিকাশ ঘটায়
সচেতন হয়েই তার দরকার মিটায়
শুদ্ধতার পর্যায়ে ই মানুষকে খাটায়।