সঠিক মূল্যায়ন
আমাদের দেশে কত বিচিত্র কিছু হয়
প্রায় সব খ্যাতিমানদের একটা সময়
পর কোন কারণে মাথায় তোলে লয়।
মানুষ থেকে ক্রমে প্রথমেই মহামানব
পরে দেবতাও বানিয়ে ফেলে তাঁদের
হয় ত পরিশেষে আরো বানায় দানব।
হীনম্মন্যতায় দুর্বল বলে তারা ভোগে
সেই হীনম্মন্যতা লুকোনোরও জন্যই
দেবতার প্রয়োজনে সব তারা ত্যাগে।
একটা সময় পর্যন্ত এ রকম যেন ছিল
কেউ তা নিয়ে ত মাথা ঘামায় নি কিন্তু
আজকের এ যুগে তাও লুকিয়ে গেল।
সময়ের প্রয়োজনেই দরকার আসলে
দেবোত্তর দেয়ালকেও চূর্ণ বিচূর্ণ করে
প্রকৃত মানুষের মূল্যায়ন যায় বিফলে।
শুধু ভাল দিকই নয় কোনো অন্ধকার
বা খারাপ আরো কিছু দিক থাকলেও
সঠিক চিহ্নিত করতে হবে সত্যিকার।