বাংলায় আর্টিকেল লিখে ইনকাম করুন মাসে ৫,০০০-১০,০০০/- টাকা।

অনলাইনে কাজ করতে চাওয়া  কার না স্বপ্ন বর্তমানে। অন- লাইনে ইনকামের  অনেক মাধ্যম রয়েছে । মানুষ অনলাইনে কাজ করার প্রতি যতো দিন যাচ্ছে আগ্রহী হচ্ছে। কিন্তু অনলাইনে কি কাজ করবে অনেকেই তা বুঝে উঠতে পারছেন না।

বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?

যে কোনো একটা কাজে মনোনিবেশ করতে
সব সময় চেষ্টা করবেন । একেক সময় একেক কাজে যুক্ত হলে কোনোও কাজই ঠিকমতো হবে না, আর অনলাইনে কাজ করে ইনকাম করাও হবে না। 

কাজ করার যে কোনো একটি মাধ্যম তৈরি করুন বা খুজে নিয়ে কাজ শুরু করে দিন  আপনার ইনকাম হবে।

অনেকই অনলাইনে কাজকে ফ্রড বা মিথ্যা বলে বসে ঠিকমতো কাজ না করেই । শুধু অনলাইনেই না একটা মানুষকে অবশ্যই ধৈর্য্যশীল হতে হয় যে কোনো কাজেই । 
তা না হলে  সব কাজই অর্ধেক করে ছেড়ে দেয় আর যার কারনে অনলাইনের মাধ্যমে যে ইনকাম করা যায় তার উপর থেকেও বিশ্বাস ওঠে যায়।

বর্তমানে অনলাইনে জনপ্রিয় কাজগুলোর মধ্যে একটি ইনকাম করার সুযোগ হলো লেখালেখি করে/আর্টকেল লিখে । যেমন   আপনি যে,  আমার লিখা পড়ছেন এটাই লেখা লেখির কাজ।  

ইনকামের অনেক ওয়েবসাইটেই সুযোগ রয়েছে এই আর্টিকেল লিখে। বাংলায় আর্টিকেল লিখা সহজ হবে, যাদের বাংলায় লেখালেখি করার সখ আছে বা প্রায় সময় ফেসবুকে গল্প/পোস্ট লিখে থাকেন তাদের জন্য ।

যদি নিয়মিত কাজ করেন আপনি এই আর্টি- কেল লিখে সাধারনতঃ ৫০০০-১০০০০/- টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ।  এই কাজটি নিজের ব্লগ তৈরি করেও আপনি
করতে পারেন।

এমন কিছু বাংলা ওয়েব সাইটের সাথে  আমি আজ আপনাদের পরিচয় করাবো যার মাধ্যমে আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। 

আপনার কোনো পুর্ব অভিজ্ঞতা বা কোন রকম যোগ্যতার প্রয়োজন পড়ে না এই ওয়েব সাইট গুলোতে কাজ করার জন্য । নিজে রিসার্চের মাধ্যমে লিখতে হবে অন্য কারও আর্টিকেল কপি না করে  ।

জনপ্রিয় বাংলা আর্টিকেল লেখে ইনকাম করার ওয়েব সাইট গুলো:

০১. Grathor.com
০২. টেকটিউনস
০৩. JIT.com
০৪. রোব বাংলা
০৫. প্রতিবর্তন.com
০৬. ইনকাম টিউনস
০৭. অর্ডিনারী আইটি।

নিশ্চিন্তে এই ৭টি ওয়েব সাইটে আপনি লেখা লেখির কাজ করতে পারবেন । ১০০℅ ট্রাস্টেড, এরা অনেক বছর ধরে বিশ্বস্তের সাথে পেমেন্ট করে আসছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *