আর্টিকেল লেখার নিয়ম এবং আর্টিকেল লিখে মাসে আয় করুন ১০-২০ হাজার টাকা
বর্তমানে অনলাইন ইনকাম করতে চান এমন মানুষের অভাব নেই । অনলাইন আয়ের একটি অন্যতম সহজ উপায় হচ্ছে আর্টি- কেল লিখে আয় করা । কারন অনলাইন ইনকামের সব চেয়ে সহজ উপায় হচ্ছে আর্টিকেল লিখে টাকা আয় করা ।
দুইটি উপায়ে বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করা যায় । উপায় গুলো হচ্ছে নিজের ব্লগে লিখে আয় বা অন্যের ব্লগে লিখে আয়।
অবশ্যই অন্যের ব্লগে লেখালেখি করার মাধ্যমে আয় করতে হবে ইন্সট্যান্ট আয় করতে চাইলে। কিন্তু নিজের সাইটে লিখলে এক বার আয় শুরু হলে তার থেকে আপনি সারা জীবন আয় করতে পারবেন।
প্রতিদিন ১৫০০/- টাকা আয় করুন, ঘরে বসে আর্টিকেল লিখেঃ
আজ আমরা আলোচনা করবো বাংলা আর্টিকেল লিখে টাকা আয় কিভাবে করবেন সে বিষয়ে ।
আপনার কোন কোন দক্ষতা থাকতে হবে বাংলায় লিখে টাকা আয় করার জন্য।
আপনি বাংলায় কিভাবে লিখে টাকা আয় করবেন তার নিয়ম কানুন ও কোন কাজ গুলো করবেন কোন কাজ করবেন না সে সম্পর্কে ই বলবো।
লিখে আয় করার জন্য আপনার ভিতর যে বিষয়টি প্রথমেই থাকতে হবে তা হলো ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। কারন যত সৃজন- শীল হবে আপনার লিখনি ততই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন ; এবং সক্ষম হবেন ভালো মানের আর্টিকেল লিখতে ।
আর আপনিও তা জানেন ভাল জিনিসের মূল্য একটু বেশি থাকে । আয় করতে পারেন বিভিন্ন ভাবেই যেমন-কবিতা লিখে টাকা আয়,গল্প লিখে টাকা আয়,নিবন্ধ লিখে আয়,পত্রিকায় লিখে আয় ইত্যাদি।
আপনাকে নির্দিষ্ট কোন বিষয়ের উপর নির্ভর করতে হবে না অনলাইনে লিখে আয়
করতে। তবে এমন বিষয় গুলো আপনি নির্বাচন করুন যে বিষয় গুলো আপনি ভালো বুঝতে পারেন এবং বোঝাতে পারেন।
বলার অপেক্ষা রাখে না, আপনি যে বিষয় গুলো ভালো বুঝতে পারেন এর সুফলগুলো অন্যকেও যে ভাল বুঝাতে পারেন ।
এমন বিষয় গুলো নির্বাচন করলে বাংলা আর্টিকেল লিখে আয় করতে একদিকে যেমন পাঠকের থেকে বেশি সাড়া পাবেন তেমনি আপনার লেখার বিনিময়ে যারা টাকা দিবেন তাদের থেকেও বেশি সাড়া পাবেন।
তাহলে এর ফলে আপনার দুই দিক থেকেই ফায়দা ওঠাতে পারবেন বুঝতেই পারছেন।
আর্টিকেল কিভাবে লিখতে হয় আসল বিষয়ে এবার আসি । কারন অনেক গুলো নিয়ম মানতে হয় আর্টিকেল লিখতে। তা না হলে আশানুরূপ সাড়া পাবেন না । তাই আর্টিকেল লেখার নিয়মগুলো জেনে নেই ।
আর্টিকেল বাংলা লেখার নিয়ম গুলো হলো-
আর্টিকেল এর শিরোনাম নির্বাচন;শিরোনাম বা হেডলাইন হলো একটি আর্টিকেল এর প্রধান বিষয়। কারন তার হেডলাইন বা শিরোনাম দেখে আপনার আর্টিকেল টি পাঠক পড়ার জন্য নির্বাচন করবে। তাই হেডলাইন দিন আকর্ষণীয় যাতে হয়। যার ফলে লেখাটি পড়তে ভিজিটর সম্মোহিত যেন হয় ।
অপ্রাসঙ্গিক হেডলাইন কখনো ব্যবহার করা যাবে না খেয়াল রাখতে হবে । যদি আপনার লেখা এবং হেডলাইনের ভিতর অসঙ্গতি সৃষ্টি হয় তাহলে ইহা হবে ধোঁকাবাজি।
একবার আপনার লেখা পড়লেও যার ফলে পরবর্তীতে আপনার লেখা পড়তে আর আগ্রহ প্রকাশ করবে না। তাই বিস্তারিত বিষয় এবং পোস্টের শিরোনাম গুলোর মধ্যে মিল রাখুন।
পূর্ণ পোষ্ট পূর্নাঙ্গ তথ্য লিখুন; আপনি যে বিষয় আর্টিকেল গুলো লিখেছেন তার বিষয় সম্পর্কে সম্পুর্ন গুরুত্বপূর্ন তথ্য প্রদান করুন। আর খেয়াল করুন যেন একই বিষয়ের পূর্নাবৃত্তি না হয় । আর্টিকেল এর বিষয় তথ্য সংগ্রহ করুন ; এর জন্য গুগল সার্চ করতে পারেন। কিভাবে শুরু করবেন এবং কিভাবে শেষ করবেন আগে ভাবুন । এর পরে লেখা শুরু করুন।
দৈর্ঘ্য নির্বাচন করুন আর্টিকেলের ; আপনার লেখাটি কমপক্ষে ৪০০-৫০০ ওয়ার্ডের করুন এবং পারলে বড় করুন এর থেকে। তবে অপ্রাসঙ্গিক কোন কথা লিখেছেন নাতো আর্টিকেল টি বড় করার জন্য, সেটি খেয়াল করুন। পোষ্টের দৈর্ঘ্য বড় করে তুলুন তথ্য যুক্ত করার মাধ্যমে ।
যে সকল বিষয় বর্জন করবেন লিখে আয় করতে ; কপি করা অবশ্যই বর্জন করুন আর্টিকেল লিখে আয় করতে । কারন গুগল ধরে ফেলবে আপনি যদি কোন সাইট থেকে কপি করেন এবং এর ক্ষতিকর প্রভাব পড়বে সাইটের উপর। তবে বিভিন্ন সাইট থেকে আপনি তথ্য সংগ্রহ করে তা নিজের মত করে লিখতে পারবেন আরো সুন্দর করে।
যেভাবে আর্টিকেল লিখে আয় করবেন ; আপনি যদি মনে করেন আপনি আর্টিকেল লিখে আয় করার জন্য প্রস্তুত এর পরে খোজ করুন।
পোস্ট লেখার বিনিময়ে যারা টাকা দেয় তাদের অনেক সাইট আছে এবং অথোর হায়ার করে তাদের সাইটে লেখার জন্য ।লেখা শুরু করুন সে সকল সাইটে ।
মনে রাখবেন বর্তমানে একটি জনপ্রিয় পেশা
হলো আর্টিকেল লিখে আয় করা । নিজের একটি ব্লগ খুলে লেখা শুরু করুন অন্য সাইটে না লিখতে চাইলে।