শীতল হৃদয়
বরাবর অভিযোগ করত তাই
আমাদের চারপাশে এত-এত
মানুষ যারা যত রয়েছে সকল
আত্নীয় স্বজন ছাড়া কেহ নাই।
মৌসুমের প্রথম দেয়া বৃষ্টিতে
বছরের প্রথমের শিশিরপাতে
পূর্ণিমার ই আলোকিত রাতে
সন্ধ্যা বেলার মোহন সৌরভে।
ভোরের ঠান্ডা মধুর ও মিষ্টি
আমি তোমার সাথেই একা
থাকতে চাই তুমি ব্যতীত মন
আমার হবেনা কখনো তুষ্টি।
দুজনার মাঝে আর কেউ নাই
হাত একটু নাড়ালেই আজ সে
আমাকে ছুঁতে পারে কিন্তু কত
কত মৌসুমেও তাকে নাহি পাই।
তুমি এমন কথাই বলো না আর
তার কাছে যাওয়া আমার জন্য
কঠিন কিছু না তবে সত্যি হলো
কণ্ঠে ভাবাবেগ কমে গেছে যার।
কথার ধরন নাই আগের মতন
যদিও সে পূর্বের শুরে গান গায়
কিন্তু হৃদয় অনেক শীতল হয়ে
গেছে উন্নতি নাই করেও যতন।