স্রোত শুকিয়ে যায়
মনের চঞ্চল স্রোতই যায় শুকিয়ে
হৃদয়ের আবাসন গড়ে কঠোরতা
যায়না পালন করা এই মৃত্যু তার
থেকে অনেক বেশীই নিকৃষ্ট যার
ওপর অশ্রু বর্ষায় সকলে কফিন
ওঠে চিতা জ্বলে আরো ঝাঁকিয়ে।
কবরে দেয়া হয় ফুল প্রদীপ জ্বলে
কিন্তু এই তো একাকীত্বের ভয়ানক
কবর শাশ্বত কারা বাস যার গম্বুজ
কতো গোলাকার থেকে চিৎকারেও
নিজের প্রতিধ্বনিত আসে না ফিরে
কখনো কখনো সীমাহীন ভয় মিলে।
আরো মনোহর শিশিরভেজা রাতে
যখনই আলোকেরা ফুল হয়ে যায়
তারারা এবং মুক্তাগুলো চামেলীর
মত গন্ধ ছড়ায় ভালোবাসার রীতি
রেওয়াজ পূর্ণ করা যায়না হৃদয়ে
আবাস গড়ে কঠোরতা রয় যাতে।