অভিমানী তুমি
স্নেহ আর আদর করতে হবে না আমাকে
মাঝে মাঝে গভীর আবেগেও কোলাকুলি
আরো আমার জন্য রাত জাগা পাখি হতে
হবে না অন্যদের মত বারন করি তোমাকে।
কতো ভাল লাগলো আজ সকাল বেলায়
নির্মল নীল এই আকাশ অসহ্য সুন্দর যেন
গুণীর কণ্ঠে অবাধ ও উন্মুক্ত দিগন্ত থেকে
দিগন্তে আকাশের দিকের তো সূর্য হেলায়।
চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা আছে
কুয়াশায় ধোঁয়াটে মাঝখানেই চিল্কা উঠছে
ঝিলকিয়ে তুমি কাছে এলেই একটু বসলে
মনের আনন্দে গল্পতেও সময় যেতো মিশে।
তুমি আজ কাল বড্ড সিগারেট খাচ্ছ ভাই
এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি কিন্তু তার বদলে
আকাশটাকে ওমলেটের মতো চিরে নক্ষত্র
গুলোকে চিনে বাদামের মতো দেখানি পাই।