জাল নিয়ে খালে
অমাবস্যার রাতের জোয়ার ভরা
সুন্দরবনে নদীর জল যখন ফুলে
ফেঁপে ওঠে হুহু করে জলও ঢুকে
পড়ে বনের অসংখ্য শিস খালের
ভিতর বাদার মানুষ তখন জাল
নিয়েও খালে যায় মাছ হয় মারা।
বাদায় শিস খালই হল সরু মজা
বড় নদী থেকে বের হয়েই বনের
খানিক ভিতর দূরে শেষ হয়েছে
ভাঁটায় বিশেষ জল থাকে শুধুই
থক থকে কাদা গ্রাম আবাদ ও
ফসল যত আছে সব তরতাজা।
একদিক লাগোয়া বাদা জঙ্গলের
রায় মঙ্গল নদীও অন্য দিকে সরু
এক খাল পার হলে বাদার জঙ্গল
কেওড়া গরান বাইন হেঁতাল আর
গোল পাতার অরণ্য জঙ্গলে হরিণ
দাঁতাল বরারদের জন্যে মঙ্গলের।