বিশ্বস্ততার উজ্জ্বল দৃষ্টান্ত

হযরত আবু উবাইদা করতেন দেখাশুনা
বায়তুল মালও হযরত উমর রাদিয়াল্লাহু
আনহুর খিলাফতের প্রথম দিকে ঈদের
আগের দিন খলীফার স্ত্রী বলে ফেললেন
আমাদের জন্য ঈদের নতুন কাপড় যদি
না হয় চলবে কিন্তু ছোট বাচ্চাটির ঈদের
কাপড় না আনলে সে কাঁদবে জানাশুনা !

বললেন নতুন কিনতে কোন নেই সামর্থ্য
তাঁর পত্নী উম্মে কুলসুম খলীফার আগামী
মাসের বেতন থেকেই অগ্রিম নেয়ার জন্য
তাঁকেতো অনুরোধ করলেন খলীফা উমর
(রাঃ) হযরত আবু উবাইদাকে ই খলীফার
এক মাসের অগ্রিম বেতন দিতে এক চিঠি
পাঠালেন কারণ ছিলো না হযরতের অর্থ !

সমগ্র মুসলিম জাহানের খলীফা( রা. ) যিনি
অর্ধ পৃথিবী শাসন করছেন তাঁর এই ধরণের
চিঠি পাঠ করে হযরত আবু উবাইদার চোখে
পানি এসে গেল আর উম্মতে আমীন হযরত
আবু উবাইদা (রাঃ) বাহককে টাকা না দিয়ে
সিদ্ধান্ত চেয়ে চিঠি লিখলেন অগ্রিম বেতন
বরাদ্দের জন্য দুটি ফয়সালা চাইলেন তিনি !

আগামী মাস পর্যন্ত আপনি থাকবেন বেঁচে ?
ইহাকি সঠিক বলতে পারেন আর থাকেনই
যদি মুসলমানেরা আপনাকে খিলা ফতের
দায়িত্বে বহাল রাখবে কিনা”ইয়া আমীরুল
মুমিনীন” চিঠি পাঠ করে হযরত উমর এত
কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি
ভিজে একে বারেই যে সয়লাব হয়ে গেছে !

হযরত উমর রাদিয়াল্লাহু তাঁর হাত তুলেই
দোয়া করলেন হযরত আবু উবাইদার(রা.)
জন্যে আল্লাহ আবু উবাইদার উপর রহম
করো তাঁকে হায়াত দাও রাসুলুল্লাহ (সাঃ)
স্বয়ং বলেছেন প্রত্যেক জাতিরই একজন
বিশ্বস্ত ব্যক্তি আছেন আমার উম্মতেরতো
বিশ্বস্ত হচ্ছেন আবু উবাইদা জগৎ মূলেই !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *