রাগ সংবরণ
রেগে গেলেন তো গেলেন হেরে
সত্যিই রাগ করা নয় ভালো ইহা
এক চরম খারাপ অভ্যাস আর
আনবে না কখনো কল্যাণ বয়ে
ফলে ভাল চিন্তাটাও যায় ঘোরে।
রাগ করতে পারেন না হুট করে
জ্ঞানী ব্যক্তি কখনো রাগ করেনা
নসিহত করতে আবেদন করায়
রাগ বর্জন করেই চলতে রাসূলে
করিম (সা:) নসিহত করেছেন!
মানুষের বিবেককেই গিলে ফেলে
যতো বেশি রাগ উঠে তত মানুষের
জ্ঞান-বুদ্ধি লোপ পায় অধিক এবং
তখনতো রাগের কারণে অহেতুক
কতো কথা বার্তা বেশি বলা চলে।
বড় ধরনের বিপদাপদ হয়ে ই যায়
কথা কাটাকাটি করতে গিয়ে বেশি
রাগের কারণেই ঝগড়া ও ফ্যাসাদ
এমনকি কখনো কখনো হত্যাকাণ্ড
ঘটে যায় তো মানুষ দুর্গতি পোহায়।
নিয়ন্ত্রণে রাখারও নির্দেশ দিয়েছে
ইসলাম মানুষের রাগকে ই আরো
মনে করে রাগ করা চিন্তা ধারণায়
মানুষকে জ্ঞান এবং বিবেক ধর্মের
পথ থেকেও বিচ্যুত করে নিয়েছে ।