রক্ত ঝরা দিনগুলো !

দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে
ত্যাগ এবিং সংগ্রামের ফসল
স্বাধীনতা শুধুই একটি ভূখণ্ড
নয় অর্থনৈতিকও সাংস্কৃতিক
মুক্তির জন্য জনযুদ্ধ হয়েছে
বহু রক্তের সাগর বয়ে গেছে !

অংশ নিয়েছিল কতোই মানুষ
শ্রমিক কৃষক শিক্ষক ডাক্তার
ইঞ্জিনিয়ার পুলিশ যা সৈনিক
সবাই ওই যুদ্ধে অংশ নিয়েছে
অসম লড়াই অকল্পনীয় অংশ
গ্রহণ ছিল না যাদের তো হুঁশ !

আত্মমর্যাদা ও সমৃদ্ধির জন্য
সম্মোহনী নেতৃত্বে যুদ্ধ হয়েছে
আত্মপরিচয়ও নিজের ভাষা
সংস্কৃতি সমাজ অর্থনীতির ই
সুস্থ বিকাশ নিশ্চিত করেতো
আধুনিকতার তরে ছিল হন্য !

স্বাধিকার আন্দোলনই হয়েছে
অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনেরও
ইচ্ছা থেকেই এতো অল্প সময়ে
এত বড় ত্যাগের নিদর্শন বিশ্বে
বিরল ও একটি জাতির মুক্তি
লাভের সংগ্রামে রক্ত বয়েছে !

সভ্যতার ইতিহাসে তো বিরল
এত নিষ্ঠুরতা কতো অবিচার
আধুনিক সমাজে যতো বটেই
অর্থ-সম্পদের ক্ষেত্রে শুধু নয়
চাকরি ব্যবসায় এবং শিক্ষার
অধিকার লাভ ছিল না সরল !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *