আজব সভ্যতা
যুব সম্প্রদায়ের মধ্যে অনুপ্রবেশ করে
উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন
করার সঙ্গে সঙ্গে পশ্চিমের দেশে এবং
সভ্যতার নানা দোষ ভিতরে ঢুকে যায়
শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে মদ্যপান
বিস্তার লাভে সমাজে তা ছড়িয়ে পড়ে!
মদ্যপান প্রবণতা কতো যে যায় বেড়ে
বিশিষ্ট যে সমালোচক যিনি ও সমাজ
চিত্রে তাঁর ঊনবিংশ শতাব্দীর বাংলা
প্রহসন গ্রন্থে চারটি নির্দেশিত কারণে
মদ্যপান অন্যতমই ছিল প্রগতিশীলতা
উত্তেজনায় আরো জীবন নেয় কেড়ে!
প্রত্যক্ষ কর্ম থেকে মুক্তির অবকাশ হয়
মদ্যের সুলভতাও দৈনন্দিন মদ্যপানের
ফলে যে বুদ্ধিনাশ দাম্পত্য জীবনে শত
অশান্তি সামাজিক সম্পর্কের অসহনীয়
দায়িত্ব জ্ঞানহীনতা ইত্যাদিরই উদ্ভব হয়
এর পরও তা ত্যাগ করার পক্ষে না রয়!
কতো মেধাবী একজন কলেজের ছাত্র
মদ্যপান করেতা জানতে পারলে পিতা
অবহেলার ছলে তিরস্কারের পরিবর্তেই
তাঁকে তাঁর সঙ্গে মদ্যপান করতে বলেন
এরফলে আনাড়ি হয়ে যায় আরো তার
বয়স ছিল প্রায় আঠারোই কেবল মাত্র!