তোমার জপকরে
হে প্রভূ তোমায় ভাল বাসে অসংখ্য লোক
তোমার পূজা করে এবং যো তপস্যা করে
বেদ আদি ধর্ম গ্রন্থের পাঠ করে কত মুখ!
যারা মনের থেকে সংসারে উদাসীন থাকে
অসংখ্য যোগী আছে ভক্ত আছে আপনার
গুণ আর জ্ঞানের ওপর যারা বিচার হাঁকে!
কতো সাত্ত্বিক আছে আরো দাতাও আছে
যোদ্ধা আছে যারা তো যুদ্ধ ভূমিতে তাদের
দেহের ওপর যতো প্রহার সহ্য করেই নিছে!
মৌনি যারা প্রকনিষ্ঠ গভীর তপস্যায় মগ্ন
তোমার এবং তোমার প্রকৃতির বিষয়েতে
একটি বিচার করার ক্ষমতাই রয়েছে লগ্ন।
যদিচো তোমাতে মিশেই যাই-তাই কম হয়
হে আমার অন্তরঙ একবার নয় বারংবার
যাহাই তোমার ভাল লাগে মোর জন্যে রয় !