চাহিদা অফুরন্ত
চাহিদা লাগামহীন বেড়ে যায়
অনৈতিক মানসিকতাও গড়ে
ওঠে মানুষেরও মাঝে বাড়তি
চাহিদাসৃষ্ট অভাবের তাড়নায়।
উপার্জন তৎপরতা ই শুরু হয়
সমাজে সর্বত্র অবৈধ পথ ধরে
এক শ্রেণীর মানুষের কাছে ই
অধিক সম্পদ জমা হয়ে রয়।
ধনী গরিবেরও তৈরি হয় দূরত্ব
এ রকম অর্থ ব্যবস্থায় নিজের
সঞ্চয়ের ভাণ্ডারকে পুঁজিপতি
আরও ভারি করে দেয় গুরুত্ব।
অশুভ আচরণে নয় দ্বিধাবোধ
অধীনস্থদের ওপর যা শোষণ
নির্যাতন এরকম অর্থব্যবস্থায়
গরীব দু:খীদেরই বাড়ে দুর্ভোগ।
সৃষ্টি হয় এক ফারাক বা দূরত্ব
পুঁজিপতিরা নিজের সঞ্চয়ের
ভাণ্ডারকে আরো ভারি করতে
অধীনস্থদের ওপরও হয় শক্ত।