তথ্য হাতের মুঠোয়
গোটা সমাজে হতাশ তারুণ্যের প্রভাব পড়ে
সমাজজুড়ে অসহিষ্ণুতাও অস্থিরতা বহুগুণ
বৃদ্ধি পেয়েছে প্রযুক্তির বদৌলতে যে কোনো
তথ্য এখন সহজে হাতের মুঠোয় এর যে সদ
ব্যববহার খুব কম ক্ষেত্রে সমাজে উঠে গড়ে।
প্রযুক্তির অপব্যবহার অঘটনের জন্ম দিচ্ছে
প্রতিনিয়ত আধুনিকতার অপর পিঠে থাকে
বিজ্ঞানমনস্কতা এবং প্রযুক্তির সহজলভ্যতা
আরো নিজেদের যত আধুনিক দাবি করছে
প্রযুক্তির সুফলতা সকলে ভোগ করে নিচ্ছে!
সেই তুলনায় বিজ্ঞানমনস্কতা করেনি অর্জন
একটি ভুল ধারণা প্রচলিত বিজ্ঞান বিষয়ে ই
ডিগ্রি অর্জন করলে বিজ্ঞানমনস্ক হওয়া যায়
অন্যতম শর্ত ই যুক্তিবাদী হওয়া অধিকন্তু তা
লাভ হবেই প্রাতিষ্ঠানিক পাঠ করলেও বর্জন।
মধ্যযুগীয় ধ্যানধারণায় পাওয়া যায় না মুক্তি
চিকিৎসাবিদ্যা প্রকৌশল বিদ্যা ও বিজ্ঞানের
নানা বিষয়ের ছাত্র হয়েতো সমাজে অগণিত
উদাহরণ চিন্তাচেতনার দিক থেকে ও নানান
ক্ষেত্রে সমাজের নেতৃস্থানীয় আছে বহু ব্যক্তি!