ভীত সন্ত্রস্ত কতো !
হে শক্তিশালী দাপট বান বীর
তোমার মত আরো জগৎ হতে
অসংখ্য অগনিত কতো যেনো
বিদায় নেয়ার মুহুর্তেও তাদের
সকল প্রকার গতি হয়েছে ধীর!
পৃথিবীতেই গতিশীল শক্তি ধর
যে বা যারা ছিলো কোন সময়
কেহইতো চিরস্থায়ী থাকে নাই
বাহাদুরি আরোও বীরত্ব থেমে
কমেছে শক্তি এবং গলার স্বর !
ঐ বীরদের ভয়ে থাকত কতো
সমাজেই বীরত্বপনা বাহাদুরির
প্রভাবে নিরীহ এবং গরীব দু:খী
অসহায় শতো মানুষ ভীত আর
সন্ত্রস্ত অবস্থায়ই থাকতো যতো!
ঐশ্বর্য বিত্ত আর গায়ের জোর
কিছুই তো স্থায়ী নয় তাই প্রতি
মুহুর্তেই আল্লাহকে স্বরণ করে
তাঁর এবং রাসুলুল্লাহ (স.) এর
পথে চললে দু:খ কষ্ট হবে দূর!