কৌশলে সহজ হয়

জীবন যেন এক যন্ত্র বিশ্বায়নের এ যুগে
কাজ আর চিন্তায় জীবনে যে অস্থিরতা
নিয়ে মানুষ সারাক্ষণ-ই কীসের পেছনে
ছুটছে জীবনকে দিন দিন যেনো ব্যস্ততা
অসহনীয় ও কঠিন করে সকলে ভোগে।

জীবন কখনও যা উঠছে অসহনীয় হয়ে
পারিবারিক সামাজিক আর কর্মস্থলেরই
প্রভাবে তবে জীবনের এ ব্যস্ততা ছাড়তে
নাহি পারলেও কৌশলে জীবনকে সহজ
করে তুলতে হবে একে সহজভাবে নিয়ে।

পরিবর্তন আনতে তো কৌশলী হতে হবে
সে ক্ষেত্রে জীবনযাপনে উপায় অবলম্বন
করো জীবনে চলার রাস্তা উন্নতিতে নিবে
তদুপরি বেশী সমস্যায় পড়ে গেলে তখন
কয়েক বছরের জন্য বিদেশে যাবে তবে।

বিরক্তিকর ও জটিলতা যতো দূর করবে
আপনার অস্বস্তিকর চাকরি জীবনকেও
নতুন করে উপভোগ করার সুযোগ তৈরি
করে দেবে আবার দেশে ফিরে সবকিছুই
নতুন দৃষ্টিতে দেখার কত সুযোগ মিলবে।

ইমেইল ও ক্ষুদে বার্তায়ই দিন কাটান ব্যস্ত
প্রতিনিয়ত স্মার্টফোনের মাধ্যমে বর্তমানে
প্রায় সবাই অনলাইনে ক্রমাগত সামাজিক
যোগাযোগে কতো এছাড়া গেমস ও সময়
ব্যয় করার যতো মাধ্যম সব তো সিদ্ধ হস্ত।

এসবই জীবনকে যত জটিল করে তোলে
যদিও মানুষকে ক্রমাগত ব্যস্ত রাখে আর
স্বাভাবিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটায় তাই
স্মার্ট ফোন থেকে তো কিছু সময়ের জন্য
বিরতি নেওয়া হলে তা যথেষ্ট স্বস্তি মিলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *