শান্তি পাই!
লিখছি লিখেই যাই
কে কতোটা লাইক
তথা পছন্দ করলো
তা না দেখে আমার
কাজ আমি চালিয়ে
অবারিত শান্তি পাই !
আঁকা বাঁকাতে যশ
শুধু অনাকাঙ্ক্ষিত
কতো গঠনাবলিতে
মানুষের রয়ে গেছে
কৌতুহল যা অধির
আগ্রহ তে হাস্যরস।
আবোল তাবোল যা
উল্টো পাল্টাতে রয়
সীমাহীন সুখ সমৃদ্ধি
যেন অনেকেই ভোগ
আর অর্জন করতে
নষ্টও করে মুহুর্ত টা !
খোদা তাওফিক দেন
তাঁর এবং রাসুলুল্লাহ
(স.)এর প্রদর্শিত পথে
চলা ফেরায় দুনিয়া ও
আখেরাতে শান্তি আর
কষ্ট অশান্তি তুলে নেন!