বিরহ ব্যথা !
কখনো করুন বেদনায় নিমজ্জিত হয়
আনন্দময় আরো যে উল্লাসের জীবন
কখন কিযে ঘটে কেউ বলতে পারেনা
কারো ভাগ্যের নির্মম পরিহাসে যা রয়।
আজ যে সুখী জানেনা তো কিনা ঘটে
ফুর্তি আমোদে যতো সুখ সাচ্ছন্দেয়ই
সময় যায় হেসে খেলে হয়তো সে এর
পরক্ষণেই দুর্গতিতে পড়ে কত জোটে!
কাতর মনে বেজেই উঠে বিষাদের সুর
বিরহ জ্বালা অনেক কষ্টদায়ক আরো
অসহ্য যন্ত্রণার মুহুর্ত অতিক্রম করাটা
কতযে পীড়া দায়ক বিরহে যে রয় দূর।
প্রতিটি মানুষ যন্ত্রণা থেকেই মুক্তি চায়
বিরহ কে একেক ব্যক্তি একেক রূপেই
প্রকাশ করেন কান্নায় কবিতায় ও গল্পে
আরো কেউ গান ব্যক্ত করে শান্তি পায়!
কতো বিখ্যাত ব্যক্তিবর্গও পায়নি মুক্তি
এই বিরহ জ্বালা থেকে তবে গভীর মিল
হলো সব বিরহের মধ্যে জ্বালাই অনেক
কষ্টদায়ক যার রয়েছে কতোই না যুক্তি!