ইউটিউব থেকে কিভাবে ভিডিও না বানিয়েই অর্থ উপার্জন করা যায়

প্রথম কথা, ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করা জামেলার তাই না? মানে কত সময় যায়! কত চিন্তা ভাবনা করে কনসেপ্ট বের করতে হয়!

তো সেরকম না করে অর্থাৎ ভিডিও নতুন করে তৈরী না করে যেভাবে উপার্জন করতে পারেন~

০১) চ্যানেলে গ্যামিং ভিডিও আপলোড দিতে পারেন বা গ্যাইম স্ট্রিম করতে পারেন। যার জন্য চ্যানেল লাগবে, ডাটা লাগবে।

০২) এটাতে তেমন খরচ নাই, অর্থাৎ ডাটাও তেমন লাগবে না চ্যানেল খুলে ভিডিও আপলোড দেয়াও লাগবে না।

এর জন্য এক নম্বর পন্থা এফিলিয়েটঃ

অনেক সময় অনেক ভিডিও দেখেন অসম্পূর্ণ, যেমন কোনো লিংক দেয় না বা কোনো ডিভাইস কোন জায়গা থেকে কিনবেন সেটা দিয়ে দেয় না। সেখানে কমেন্ট সেকশনে গিয়ে নিজের এফিলিয়েট লিংক দিয়ে লাভবান হতে পারেন।

আমি বাংলাদেশে ইউটিউব থেকে টাকা ইনকাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইউটিউব হল সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন।

আপনি ইউটিউবে আপনার ব্যক্তিগত প্রোডাকশন ভিডিও আপলোড করতে পারেন।

YouTube আপনার ভিডিও বা YouTube চ্যানেলে Google AdSense বিজ্ঞাপন দেখাবে। এবং আয়ের একটি নির্দিষ্ট শতাংশ আপনার সাথে ভাগ করে নেয়।

এই প্রক্রিয়ায় আপনি YouTube থেকে টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে।

তাহলে আপনি যদি শিখতে চান কিভাবে বাংলাদেশে ইউটিউব থেকে টাকা আয় করবেন?

YouTube-এ সম্পূর্ণ প্লেলিস্ট সহ এই ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশে থেকে টাকা আয়।

আপনি কি জানেন এখন ভিডিও বানিয়ে ইনকাম করা ইউটিউবের সবচেয়ে সহজ একটা বিষয়।

আপনার কাছে যদি মনে হয় যে নিজে ভিডিও বানাতে হলে তো এটা লাগবে সেটা লাগবে কম্পিউটার লাগবে বিভিন্ন ধরনের ভিডিও সোর্স লাগবে।

কিন্তু বিশ্বাস করেন আপনি যদি চান যে নিজে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করার তাহলে আপনার এত কিছু দরকার হবে না।

শুধুমাত্র একটা মোবাইল যেটার ক্যামেরা মোটামুটি ভালো তারপর করার জন্য সিম্পল একটা বা দুইটা অ্যাপ।

এবার হয়তো ভাবতে পারেন যে এগুলো হলে আবার কি ভিডিও তৈরি করা যায়।

অনলাইনে ইউটিউব থেকে কীভাবে আয় করা যায় আমরা সবাই কমবেশি জানি।

নিজে ভিডিও তৈরি করা দরকার এবং সেই ভিডিওগুলি সম্পূর্ণ নিজস্ব, অর্থাৎ স্ব-নির্মিত ভিডিও হতে হবে।

অন্যথায় ইউটিউব কপিরাইট দখল করবে এবং আপনার চ্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনি যদি নিজের ভিডিও না করেই ইউটিউব থেকে অর্থোপার্জন করতে পারেন? অবশ্যই মন্দ নয়। 

ইউটিউব শর্ট ভিডিও থেকে উপার্জন করতে কী কী লাগে?

ইউটিউবে শর্ট ভিডিও তৈরী করতে অনেক কষ্ট আছে এবং এখান থেকে উপার্জনের বিষয়ও অনেক সহজ নয়।

তবে আপনী সহজে যাতে ইনকাম করতে পারেন সেজন্য বলছি। মেধা আপনার মেধা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আপনার।

বর্তমান এই ডিজিটাল যুগে আপনী বাংলা টাইপিং শিখেছেন কিন্তু সঠিক মানের সাইট এখনো খুজে পাচ্ছেন না সেই সব ব্যক্তিদের জন্য।

আপনী বাংলা টাইপিং করতে অনেক ভালো বাসেন, প্রতিদিন অনেক বাংলা টাইপিং এর কাজ করতে পারেন।

অর্থ উপার্জনের জন্য ইউটিউবে (YouTube) কী ধরনের ভিডিও আপলোড করা উচিত?

আমার মতে টাকা রোজগার করতে গেলে, ভাইরাল টপিকের 2–3 মিনিটের ভিডিও দিনে 2 থেকে 3 টি একমাস টানা তুলে গেলে চ্যানেল হিট হতে বাধ্য। তবে ওদের পলিসি মেনে অবশ্যই ভিডিও বানাবেন।

ইউটিউব থেকে ভিডিও বানিয়ে মাসে মোটামুটি কিছু টাকা ইনকাম করা কি সম্ভব? সম্ভব হলে সেটা কিভাবে?

আসলে ইউটিউব থেকে ভিডিও বানিয়ে মোটামুটি না খুব ভাল মানের অর্থ ই আয় করা সম্ভব। তার জন্য আপনাকে প্রতিদিন নিয়মিত ভাল ভাল ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে হবে।

তবে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে আপনাকে খুব বেশী সময কষ্ট করা লাগবে না । শুধু মাত্র খুব সিম্পল স্লাইড শো বানিয়ে ই আপনি মাসে ১০০০০ টাকা আয় করতে পারবেন।

ইউটিউব ছাড়া আর কোথায় ভিডিও আপলোড করে উপার্জন করতে পারি?

পারবেন না মানে। এমম অনেক website আছে। কিছু website থেকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করা যায়।

শুধু তাই নয়, Youtube ভিডিও এই website upload করলে কোন ধরনের Copyright claim ba Strick আসে না।

Youtube এ আপনার যদি চ্যানেল থাকে, তাহলে আয় করার জন্য আপনার চ্যানেলের ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘন্টা Watch time লাগবে।

এছাড়া আপনি কোন ভাবেই Youtube থেকে ইনকাম করতে পারবনে না। নতুন ইউটিউবারদের জন্য Youtube Monetization Trash hole পার করা অনন্ত কাল যুদ্ধে লেগে থাকার সমান।

ইউটিউবে নিজের চ্যানেলের ভিডিও ভিউ থেকে কেউ কিভাবে উপার্জন করতে পারেন?

ইউটিউব পার্টনার প্রোগ্রার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। ইউটিউব কতটা শক্তিশালী প্লাটফর্ম তা জানতে এই ভিডিওটি দেখে আসতে পারেন তবে অবশ্যই অরিজিনাল কনটেন্ট তথা ভিডিও প্রয়োজন।

আপনি চাইলে আপনার দৈনন্দিন ঘটনা মোবাইল ক্যামেরায় ধারণ করেও আয় করতে পারেন।

তবে প্রথমে আপনাকে সর্বশেষ এক বছরের মাধ্যমে আপনার খোলা ইউটিউব চ্যানেলে কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০ ঘণ্টা ওয়াচটাইম থাকতে হবে।

এক বছরের আগে হয়ে গেলে তো ভাল। তারপর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন।

ইউটিউবে ভিডিও দেখে আয় করার উপায় আছে কি?

হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখে আয় করার উপায় আছে, এজন্য আপনাকে Home – Work Up Job ওয়েবসাইটে গিয়ে একটা একাউন্ট তৈরি করতে হবে, এরপর সেখানে এমন অনেক ছোট খাটো কাজ পাবেন যেগুলো করে আয় করতে পারবেন।

আপনি চাইলে সেখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আয় করতে পারবেন এবং ভিডিও দেখেও আয় করতে পারবেন, এবং আপনার চ্যানেলের জন্য‌ও সাবস্ক্রাইব ও ওয়াচটাইম কিনতে পারবেন।

১ মিলিয়ন লোক ইউটিউবে ভিডিও দেখলে যার ভিডিও তিনি কত টাকা উপার্জন করতে পারেন?

এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক কঠিন। কারন ইউটিউব থেকে কয়েক উপায়ে উপার্জন করা যায়। আর ইউটিউব কখনো ভিউয়ের উপর টাকা দেয় না।

যদি কোনো ইউটিউবার গুগলের মনিটাইজেশন সেবা এডসেন্স ব্যবহার করেন তাহলে ভিউ থেকে আয়কৃত টাকা নির্ভর করবে জিওগ্রাফি এবং জিডিপির উপর।

যে দেশের জিডিপি কম সে দেশ থেকে ভিউ আসলে সেক্ষেত্রে আপনি কম টাকা পাবেন।

আবার আপনার ভিউয়ার্স যদি ইউরোপীয়ান কিংবা আমেরিকান হয় তাহলে অনেক অনেক বেশী উপার্জন করতে পারবেন।

অন্যের ভিডিও কাটছাট করে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করলে কি টাকা আয় করা যায়?

ইউটিউবে প্রথমেই যে কথাটা বলে তা হলো- কপিরাইট মেনে চলুন৷ শুধুমাত্র এমন ভিডিওই আপলোড করুন যা আপনি নিজে তৈরি করেছেন অথবা যা ব্যবহারের অনুমতি পেয়েছেন৷

আপনার তৈরি করা নয় এমন ভিডিও আপলোড করবেন না অথবা আপনার ভিডিওতে অন্য কারও কপিরাইটযুক্ত কন্টেন্ট, যেমন মিউজিক, কপিরাইটযুক্ত প্রোগ্রামের ঝলক অথবা অন্য ব্যবহারকারীদের তৈরি ভিডিওর অংশ তাদের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না৷

নিজের ইউটিউব চ্যানেলে থেকে টাকা আয় করতে চাইলে নিজের কন্টেন্ট আপলোড করুন। কপিরাইট এড়িয়ে চলুন।

আপনি যখন আপনার ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেছেন তখন আপনি ইউটিউব এর পার্টনার।

ভিডিও তৈরি না করে কিভাবে ইউটিউব চ্যানেল থেকে আয় করা যায়?

ইউটিউবে ইনকাম করার প্রধান শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ভিডিও বানাতে হবে এটি আমরা সবাই জানি।

তবে আমরা যেটি নিয়ে চিন্তিত থাকি সেটি হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও মান সম্মত না হওয়ায় ভিউ পায় না।

আমি এখানে আপনাদের সাথে যা শেয়ার করব তা থেকে আপনি কষ্ট করে ভিডিও না বানিয়ে সহজেই অন্যের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করে সহজেই সাবস্ক্রাইবার বাড়িয়ে নেওয়ার সাথে সাথে ইনকাম করতে পারবেন।

ইউটিউবে অর্থ উপার্জন করতে চাইলে কতগুলো সাবস্ক্রাইবার দরকার হয়?

YouTube এ অর্থ উপার্জন করার জন্য মিনিমাম আপনাকে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করা লাগবে ।

তারপর আপনাকে মনিটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করতে হবে সাথে গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট খুলতে হবে, যদি গুগল থেকে অনুমোদন পান তারপর থেকে টাকা ইনকাম করতে পারবেন ।

ইউটিউব ভিডিও টাকা দিয়ে শেয়ার করার কোনো ওয়েবসাইট আছে কি?

টাকা দিয়ে ভিউজ না আনাই উত্তম এতে করে আপনার চ্যানেল সাসপেন্ড হতে পারে। অতি জরুরী হলে গুগল এডওয়ার্ডের মাধ্যমে এড দিতে পারেন।

ইউটিউবে টাকা উপার্জন কিভাবে করে?

ইউটিউব একটি বিশাল প্ল্যাটফর্ম যেখানে আপনি ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারেন।

নিম্নলিখিত উপায়ে আপনি ইউটিউব থেকে টাকা আয় করতে পারেন:

ভিডিও মনিটাইজেশন:

ইউটিউবে আপনি ভিডিও মনিটাইজ করে টাকা আয় করতে পারেন। এটি করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটি প্রায় সম্পূর্ণ প্রয়োজনীয় হবে।

আপনাকে আপনার চ্যানেলটির জন্য একটি এডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং ইউটিউব প্লেটফর্মে নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করে ভিডিও আপলোড করতে হবে।

ভিডিও থেকে আপনি ইউটিউবে দেখতে পাবেন নির্দিষ্ট ভিজিটর সংখ্যা এবং ক্লিক সংখ্যা থেকে আয় করতে পারেন।

আপনি ভিডিও থেকে সরাসরি আয় করতে পারেন বা ইউটিউবের বিজ্ঞাপন প্রদানকারীদের মাধ্যমে আয় করতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *